Home> কলকাতা
Advertisement

Maa flover: মা উড়ালপুলে গাড়ি খারাপ? হেল্পলাইন নম্বর চালু কলকাতা পুলিসের

মা উড়ালপুলে কোনও কারণে গাড়ি খারাপ হয়ে গেলে চরম বিপাকে পড়তে হয় যাত্রীরা।

Maa flover: মা উড়ালপুলে গাড়ি খারাপ? হেল্পলাইন নম্বর চালু কলকাতা পুলিসের

পিয়ালী মিত্র: মা উড়ালপুলে একবার উঠে পড়লে আর থামার নিয়ম নেই। কিন্তু যদি গাড়ির খারাপ হয়ে যায়? নিত্যযাত্রী ও গাড়ির চালকদের জন্য় এবার হেল্পলাইন নম্বর চালু করল কলকাতা পুলিস।

শহরের অন্যতম ব্যস্ত উড়ালপুল হল মা উড়ালপুল। দিনভর গাড়ি চলাচলের বিরাম নেই। স্রেফ চিনা মাঞ্জার বিপদ নয়, উড়ালপুলের উপরে দ্রুতগতিতে বাঁক নিতে গিয়েও দুর্ঘটনা ঘটে হামেশাই। কয়েক মাস আগে মা উড়ালপুল থেকে নিচে পড়ে মৃত্যু হয়েছে এক যুবক। গুরুতর আহত হন আরও একজন।

 

এদিকে মা উড়ালপুলে আবার যদি কোনও কারণে গাড়ি খারাপ হয়ে যায়, তখন চরম বিপাকে পড়তে হয় যাত্রীরা। উড়ালপুলে গাড়ির লম্বা লাইন পড়ে যায়। কীভাবে দ্রুত খারাপ হয়ে যাওয়া গাড়িটিকে সরিয়ে নেওয়া যায়, তা ভেবে পান না চালক। এবার মুশকিল আসান করল কলকাতা পুলিস। মা উড়ালপুলে চালু হল ব্রেকডাউন হেল্পলাইন নম্বর- ১০৭৩।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More