Home> কলকাতা
Advertisement

মমতার শপথ মঞ্চ খুলতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

রেড রোডে শপথমঞ্চ খোলার সময় দুর্ঘটনা। ওপর থেকে  পা পিছলে নীচে পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। গৌতম হালদার নামে বছর পয়তাল্লিশের ওই ব্যক্তি বারুইপুরের বাসিন্দা।

মমতার শপথ মঞ্চ খুলতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

ওয়েব ডেস্ক : রেড রোডে শপথমঞ্চ খোলার সময় দুর্ঘটনা। ওপর থেকে  পা পিছলে নীচে পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। গৌতম হালদার নামে বছর পয়তাল্লিশের ওই ব্যক্তি বারুইপুরের বাসিন্দা।

যে ডেকরেটার্স সংস্থা মঞ্চ বাঁধার কাজ করেছিল, তাঁদেরই কর্মী ছিলেন তিনি। আজ সকালে মূল মঞ্চ খোলার কাজ করার সময় নিচে পড়ে যান তিনি। এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে, ডাক্তাররা গৌতম হালদারকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পুলিসের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। তাঁদের অভিযোগ, তাড়াতাড়ি কাজ করতে চাপ দিচ্ছিল পুলিস। তাড়াহুড়ো করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে যায়।

Read More