Home> কলকাতা
Advertisement

ঘড়ি ধরে মাত্র ১২ মিনিটে চুরি! মহারাষ্ট্রের চক্র এখন কলকাতায় সক্রিয়

গত মাসের ১৮ তারিখ এবং ২৫ তারিখ, লেকটাউনের পাতিপুকুর এবং গ্রিনপার্ক এলাকার অভিজাত আবাসন থেকে ফ্ল্যাটের তালা ভেঙে চুরি হয়। সিসিটিভি ফুটেজ দেখে লেকটাউন থানার পুলিস তদন্তে নামে।

ঘড়ি ধরে মাত্র ১২ মিনিটে চুরি! মহারাষ্ট্রের চক্র এখন কলকাতায় সক্রিয়

সৌমেন ভট্টাচার্য: ঘড়ির টাইম ধরে মাত্র ১২ মিনিটে চুরি! এমন অভিনব দুটি চুরির ঘটনার কিনারা করল লেকটাউন থানার পুলিস। উদ্ধার করল কয়েক লক্ষ টাকার সোনার গয়না এবং নগদ। চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিস। 

গত মাসের ১৮ তারিখ এবং ২৫ তারিখ, লেকটাউনের পাতিপুকুর এবং গ্রিনপার্ক এলাকার অভিজাত আবাসন থেকে ফ্ল্যাটের তালা ভেঙে চুরি হয়। সিসিটিভি ফুটেজ দেখে লেকটাউন থানার পুলিস তদন্তে নামে। মূল অভিযুক্ত গা ঢাকা দিয়েছিল হুগলির সিঙ্গুর এলাকায়। মঙ্গলবার ভোর রাতে লেকটাউন থানার পুলিস গোপন সূত্রে খবর পেয়ে মূল অভিযুক্ত কালিপদ দাসকে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় কয়েক লক্ষ টাকার সোনার গয়না এবং নগদ। 

তদন্তে নেমে পুলিস জানতে পেরেছে, একটি চক্র রয়েছে এর পিছনে। বেশিরভাগ ক্ষেত্রে এরা মহারাষ্ট্রে চুরির ঘটনা ঘটাত। মাত্র ১২ মিনিটের মধ্যে টাইম ধরে চুরির ঘটনা ঘটাত মহারাষ্ট্রে! এখন তারা কলকাতায় সক্রিয়। এই চুরি চক্রের পিছনে বিহারের আরও এক বাসিন্দার নাম উঠে আসছে। তার খোঁজেও পুলিস তল্লাশি চালাচ্ছে। ধৃত কালিপদ দাসের কাছ থেকে বেশকিছু তালাভাঙার অত্যাধুনিক শব্দবিহীন সরঞ্জামও উদ্ধার করেছে পুলিস।

আরও পড়ুন, সিবিআই মানে সময় নষ্ট! রাজনৈতিক পক্ষদুষ্টের বিস্ফোরক অভিযোগ বিচারপতির

শেষ ইচ্ছের দাম! কোভিড কেড়েছে জীবন, আড়াই লাখে স্ত্রীর 'জীবন্ত' মূর্তি বসালেন স্বামী

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More