ওয়েব ডেস্ক: পুরভোটে সন্ত্রাসের প্রতিবাদে ধর্মঘটের ডাক দিল বামেরা। ৩০ এপ্রিল রাজ্যে ১২ ঘণ্টার ধর্মঘট ডেকেছে বামফ্রন্ট। ওই দিনই ২৪ ঘণ্টার ধর্মঘট ডেকেছে সিটু সহ ৬ টি শ্রমিক সংগঠন। ধর্মঘটের তীব্র বিরোধিতা করেছে তৃণমূল।
পুরভোটের আগে থেকেই সন্ত্রাসের অভিযোগ তুলে রাস্তায় নেমেছিল বামেরা। ভোট মিটে যাওয়ার পরেও সেই রাস্তা থেকে সরছে না তারা। প্রতিবাদের সুর যে আরও চড়া হবে রবিবার সীতারাম ইয়েচুরির বক্তব্যে তা স্পষ্ট হয়ে যায়।
সীতারাম ইয়েচুরি এক সাংবাদিক সন্মলনে বলেন, 'বাংলায় গণতন্ত্র পুনরুদ্ধারে প্রতিরোধই একমাত্র পথ'। সিপিআইএমের সাধারণ সম্পাদকের এই বক্তব্যের পরই ৩০ এপ্রিল রাজ্যে বারো ঘণ্টার ধর্মঘট ডাকে বামফ্রন্ট। পরিবহণ ক্ষেত্রে তীব্র সঙ্কট তৈরি হয়েছে। এই অভিযোগ এনে ৩০ এপ্রিল দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের কর্মসূচি নেয় বাম শ্রমিক সংগঠন। এখন তাদের ধর্মঘট ইস্যুতেও ঢুকে গিয়েছে সন্ত্রাস। তিরিশে এপ্রিল রাজ্যে চব্বিশ ঘণ্টার ধর্মঘট ডেকেছে সিটু সহ ৬ টি বামপন্থী শ্রমিক সংগঠন। বামেদের ধর্মঘটকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়।
বাম শ্রমিক সংগঠনের ধর্মঘটে সমর্থন জানিয়েছে INTUC। সেজন্য কংগ্রেসকেও বিঁধতে ছাড়েনি তৃণমূল।