Home> কলকাতা
Advertisement

যাদবপুর, ডোমজুড়, কাঁচরাপাড়ায় রেল অবরোধ

ট্রেন অবরোধে সামিল বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী ও বাম সমর্থক ধর্মঘটীরা। 

যাদবপুর, ডোমজুড়, কাঁচরাপাড়ায় রেল অবরোধ

নিজস্ব প্রতিবেদন: যাদবপুরে রেল অবরোধ। আটাকনো হল হাসনাবাদ ট্রেন, অন্যদিকে বারুইপুর লোকাল। ট্রেন অবরোধে সামিল বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী ও বাম সমর্থক ধর্মঘটীরা। কার্যত আপ ও ডাউন ট্রেনের উপর উঠে পড়েন তাঁরা।   

গতকাল বামেদের নবান্ন অভিযানে পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে আজ ১২ ঘণ্টার বাংলা বনধ। সকাল ৬টা থেকে শুরু হয়েছে বনধ। এই বনধকে সমর্থন জানিয়েছে কংগ্রেসও। এদিন সকালে যাদবপুর এইটবি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়েছে সিপিএমের মিছিল। মিছিল এগিয়ে যায় স্টেশনের দিকে।  কর্মী-সমর্থকরা ট্রেন স্টেশনে থামলে নেমে পড়ে লাইনে। 

fallbacks

আরও পড়ুন: রাজ্য জুড়ে চলছে বামেদের ধর্মঘট, তৎপর প্রশাসন

অন্যদিকে কাঁচরাপাড়া ও ডোমজুড়ে রেল অবরোধের খবর এসেছে। 

Read More