Home> কলকাতা
Advertisement

বামেদের সাম্প্রদায়িকতা বিরোধী মিছিলে রাজপথে জনপ্লাবন

কলকাতায় বিজেপির বিরুদ্ধে বামেদের সাম্প্রদায়িকতা বিরোধী মিছিল কার্যত জনপ্লাবনে পরিণত হল।  বামফ্রন্টের প্রথম সারির নেতা নেতাদের সঙ্গেই মিছিলে পা মেলালেন অগণিত সাধারণ মানুষ। সাম্প্রদায়িকতা ইস্যুতে  বিজেপিকে নিশানা করার পাশাপাশি এই মিছিল থেকে তৃণমূলের বিরুদ্ধেও আওয়াজ ওঠে। তৃণমূল-বিজেপি আঁতাঁতের অভিযোগেও সরব হন বাম নেতারা কর্মীরা।

বামেদের সাম্প্রদায়িকতা বিরোধী মিছিলে রাজপথে জনপ্লাবন

কলকাতা: কলকাতায় বিজেপির বিরুদ্ধে বামেদের সাম্প্রদায়িকতা বিরোধী মিছিল কার্যত জনপ্লাবনে পরিণত হল।  বামফ্রন্টের প্রথম সারির নেতা নেতাদের সঙ্গেই মিছিলে পা মেলালেন অগণিত সাধারণ মানুষ। সাম্প্রদায়িকতা ইস্যুতে  বিজেপিকে নিশানা করার পাশাপাশি এই মিছিল থেকে তৃণমূলের বিরুদ্ধেও আওয়াজ ওঠে। তৃণমূল-বিজেপি আঁতাঁতের অভিযোগেও সরব হন বাম নেতারা কর্মীরা।

১৭টি বাম দলের মিছিল যে জনপ্লাবনে পরিণত হয়েছে তা টের পাওয়া গেল মিছিল ধর্মতলা পৌছনর পর।

একসময় মিছিল পৌছয় রবীন্দ্রসদনে। তখনও মিছিলের শেষাংশ রয়ে গিয়েছে চাঁদনিচকের কাছে।

বামেদের এই মিছিলকে অবশ্য ততটা গুরুত্ব দিতে চাননি বিজেপি নেতৃত্ব।  জবাব এসেছে মিছিলের সামনের সারি থেকেই।

 

Read More