Home> কলকাতা
Advertisement

বনধ-নবান্ন অভিযান, দ্বিফলা কর্মসূচিতে সরকার বিরোধিতায় রাস্তায় বামেরা

একদিকে ভারত বনধ, তার আগে নবান্ন অভিযান। কেন্দ্র ও রাজ্যের সরকারের বিরুদ্ধে বামেদের এই দুই কর্মসূচি সফল করতেই কলকাতায় অবস্থান বিক্ষোভ। টানা তিন দিন, দু-রাত। মঙ্গলবার অবস্থানের শেষ রাতেও কর্মী সমর্থকদের মাঝেই হাজির ছিলেন রাজ্য সিপিএমের শীর্ষ নেতা  বিমান বসু, সূর্য মিশ্ররা।

 বনধ-নবান্ন অভিযান, দ্বিফলা কর্মসূচিতে সরকার বিরোধিতায় রাস্তায় বামেরা

ব্যুরো: একদিকে ভারত বনধ, তার আগে নবান্ন অভিযান। কেন্দ্র ও রাজ্যের সরকারের বিরুদ্ধে বামেদের এই দুই কর্মসূচি সফল করতেই কলকাতায় অবস্থান বিক্ষোভ। টানা তিন দিন, দু-রাত। মঙ্গলবার অবস্থানের শেষ রাতেও কর্মী সমর্থকদের মাঝেই হাজির ছিলেন রাজ্য সিপিএমের শীর্ষ নেতা  বিমান বসু, সূর্য মিশ্ররা।

মঙ্গলবার ছিল কংগ্রেসের বাংলা বনধ। সেই বন্‍‍ধের দিনেই কিন্তু আরও এক বনধের প্রস্তুতি চলেছে শহরে। কেবল দিনেই নয়, প্রস্তুতি চলেছে রাত জেগে।  রানি রাসমনি রোডে মঙ্গলবারই ছিল রাজ্যের শীর্ষ বামফ্রন্ট নেতাদের রাত জাগার শেষ রাউন্ড।

সাধারণ ধর্মঘটের সঙ্গেই এই অবস্থানের আরেক উদ্দেশ্য ২৭ তারিখের নবান্ন অভিযানের আগে মানুষের সমর্থন আদায়। যার জন্যই এই বিক্ষোভ অবস্থানের আয়োজন করেছে সতেরোটি বাম দল। যা শেষহবে বুধবার সন্ধেয়।

Read More