Home> কলকাতা
Advertisement

Kolkata Massive Fire: কৈখালিতে রঙের কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১৫ ইঞ্জিন

রাসায়নিকের ড্রাম থাকায় আগুন খুব তাড়াতাড়ি ছড়িয়ে পরে বলে জানা গেছে

Kolkata Massive Fire: কৈখালিতে রঙের কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১৫ ইঞ্জিন

নিজস্ব প্রতিবেদন: কৈখালিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শনিবার সকালে। চিড়িয়ামোরে রঙের কারখানায় বিধ্বংসী আগুন লাগে সকাল ১১ টা নাগাদ। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৫টি ইঞ্জিন। 

চিড়িয়ামোরে রঙের কারখানায় শনিবার সকালে আগুন লাগার পরে সেই আগুন ছড়িয়ে পরে পাশের গেঞ্জি কারখানায়। রাসায়নিকের ড্রাম থাকায় আগুন খুব তাড়াতাড়ি ছড়িয়ে পরে বলে জানা গেছে। এছাড়াও বিমানবন্দর সংলগ্ন এলাকায় এই আগুন লাগায় সেই দিক থেকেও ফোমচার্জ করা হয়। ঘটনাস্থলে পৌঁছেছেন বিধায়ক অদিতি মুন্সি। 

5.04 pm: উদ্ধার হল রঙের কারখানার রক্ষি কানাই সাঁতরার মৃতদেহ। 

1.35 pm: মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন যে ঘটনাস্থলে জলের সোর্স পৌঁছানো মুশকিল। আগুন নিভতে সময় লাগবে। কারখানার ভেতরে নিজেই ঢুকেছেন তিনি। 

1.21 pm: ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু।  

1.15 pm: বিধায়ক অদিতি মুন্সি জানিয়েছেন, "এটা সত্যিই আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। এই বিষয় নিয়ে আমার মনে হয় একটা সিদ্ধান্ত অথবা আলোচনার প্রয়োজন আছে। আপাতত এই জিনিস্টার আয়ত্তে আসাটা বেশি জরুরি। আগে আগুন আয়ত্তে আসুক তারপর আমি নিজে প্রশাসনের সঙ্গে বসে সিধান্ত নেব।" তিনি আরও জানিয়েছেন যে ভেতরে কেউ আটকে নেই।    

1.07 pm: হোসিয়ারি কারখানার তালা ভেঙে ভেতরে পৌঁছেছেন দমকল কর্মীরা। 

1.04 pm: পৌঁছানো যায়নি আগুনের উৎসস্থলে। 

1 pm: বিমানবন্দরের হ্যাঙ্গার থেকে সরানো হচ্ছে বিমান।

12.57 pm: ভিতরে ঢোকা যায়নি। গেটে তালা মারা। দুটি কারখানার মধ্যে ন্যূনতম গ্যাপ নেই। নেই ন্যূনতম অগ্নি নির্বাপক ব্যবস্থা 

12.56 pm: রাসায়নিক কারখানার আগুন কিছুটা নিয়ন্ত্রণে। হোসিয়ারি কারখানার আগুন জ্বলছে এখনও। 

12.31pm: ঘটনাস্থলে পৌঁছেছেন এলাকার বিধায়ক অদিতি মুন্সি। 

12.30pm: ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে সমস্যা। পাশেই বিমানবন্দরের পাঁচিল থাকায় বড় দুর্ঘটনা এড়াতে সমস্ত প্রস্তুতি নেওয়ার চেষ্টা চলছে।

12.25pm: ঘটনাস্থলে পৌঁছেছে NDRF। দাঝ্যবস্তু থাকা শুধু জলে আগুন নেভান সম্ভব হচ্ছে না। 

12.20pm: রাসায়নিক থাকায় ক্রমেই ছড়িয়ে পড়ছে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা।

12.15pm: নতুন বছর শুরুর দিনেই মর্মান্তিক ঘটনা। পুড়ে গেল কৈখালির রঙের কারখানা। 

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App    

Read More