নিজস্ব প্রতিবেদন: আজ কলকাতা পুরভোটের (KMC Poll Result 2021) ফল ঘোষণা। কলকাতার ১১টি কেন্দ্রে কড়া নিরাপত্তায় হবে গণনা। দুপুরের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে ছোট লালবাড়ি কার দখলে থাকবে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে স্ট্রং রুমগুলি। হাইকোর্টের নির্দেশে স্ট্রং রুম এবং গণনাকেন্দ্রেও রয়েছে সিসি ক্যামেরার নজরদারি।মঙ্গলবার কলকাতা পুরসভার (kmc) ফলপ্রকাশ। কলকাতার পুরসভা নির্বাচনে শেষ হাসি কে হাসতে চলেছে তা কেবল সময়ের অপেক্ষা।
২০১৫-য় কলকাতা পুরভোটে ১৪৪ ওয়ার্ডের মধ্যে তৃণমূল ১১৪ আসনে জিতেছিল। আর বামেরা পেয়েছিল ১৬ আসন। বিজেপি ও কংগ্রেস যথাক্রমে ৭ ও ৫টি আসনে জয়ী হয়েছিল। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল ১৩২, বিজেপি ১১ এবং কংগ্রেস মাত্র ১টি ওয়ার্ডে এগিয়ে ছিল। প্রসঙ্গত, কলকাতা পুরভোটে ঘাসফুল শিবিরের ম্যাজিক ফিগার- ৭৩ পাওয়া সময়ের অপেক্ষা। কিন্তু তৃণমূলের লক্ষ্যে ১৪৪-আসনের কত কাছে পৌঁছতে পারছে তারা।
এবারে পুরভোটে (KMC Election 2021) রক্ত ঝরেছে কলকাতায়। শিয়ালদহে বোমার আঘাতে জখম ভোটার। বাদ যায়নি বুথে এজেন্টকে বসতে না দেওয়া, ধাক্কাধাক্কি-মারধর-হুমকির অভিযোগও। 'পোশাক ছিঁড়ে দেওয়া' হয় খোদ বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের। এলএলএ হস্টেলে 'তালাবন্দি' থাকতে গিয়ে একদল বিজেপি বিধায়ককেও। শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে এদিন জেলায় জেলা বিক্ষোভও দেখান বিজেপি-কর্মী সমর্থকরা।
সে কারণেই ফলাফলের দিন কোনও ঝুঁকি নেয়নি রাজ্য নির্বাচন কমিশন। গণনাকেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন থাকবেন মোট ৩ হাজার পুলিসকর্মী। যার মধ্যে আধিকারিক রয়েছেন ১ হাজার। প্রতি কেন্দ্রেই মোতায়েন থাকবেন একাধিক ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। নিরাপত্তায় থাকছে ক্যুইক রেসপন্স টিম, ফ্লাইং স্কোয়াড এবং রিজার্ভ পুলিস। নজরদারি চলবে ড্রোনের মাধ্যমেও। কাউন্টিং এজেন্টরা মোবাইল ফোন নিয়ে গণনাকেন্দ্রের ভিতরে ঢুকতে পারবেন না। সমস্ত গণনা কেন্দ্রের বাইরে জারি ১৪৪ ধারা। এক একটি ঘরে থাকবে ৭টা করে টেবিল। ১৩ থেকে ১৬ রাউন্ড করে গণনা হবে।