Home> কলকাতা
Advertisement

LIVE: কলকাতাকে ভারতের অন্যতম রাজধানী ঘোষণা করা হোক: মমতা

LIVE: কলকাতাকে ভারতের অন্যতম রাজধানী ঘোষণা করা হোক: মমতা
LIVE Blog
23 January 2021
23 January 2021 14:00 PM

* আমাকে পছন্দ নাই করুন, আমার সঙ্গে এই বিষয়ে কথা বলতে পারতে। 
* ইয়ং জেনারেশন, ছাত্র-ছাত্রীদের জানতে হবে। জনগণমন অধিনায়ক জয় হে কে প্রথম জাতীয় * সঙ্গীত হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন নেতাজি। 
* স্বামী বিবেকানন্দ, রবীন্দ্র নাথ, নেতাজিকে ছাড়া বাংলা হয় না।
* বাংলার কণ্ঠ প্রতিবাদী কণ্ঠ

23 January 2021 14:00 PM

* ডিভাইড অ্যান্ড রুল হয় না, ইংরেজরা চাইতেন।
* নেতাজি সুভাষ চন্দ্র বসুকে জানতে হবে।
* কেন্দ্রীয় সরকার আজ অবধিও ছুটির দিন ঘোষণা করেনি। দুঃখ আছে আমাদের। করতেই হবে।
* নেতাজির লড়াই দেশকে মুক্ত করার জন্য ছিল। আমি এখনও মনে করি নেতাজি ইতিহাস, বিস্ময়।
* ভারতের প্ল্যানিং কমিশন তুলে দেওয়া হল। নীতি আয়োগ তৈরি হল। কেন্দ্র রাজ্যের সঙ্গে কথা বলে না। 
* ন্যাশনাল  প্ল্যানিং কমিশন ফিরিয়ে দিতে হবে। 
* আমি রাজীব গান্ধীকে দিয়ে এয়ারপোর্টে নাম করিয়েছিলাম নেতাজির নামে। 
* ভারতের রাজধানী কলকাতা হতেই হবে। 
* বাংলা মাথা নিচু করতে পারে না।
* আমি যখন নেতাজির নাম নিই, আমার বিবেক আমায় ধাক্কা দেয়।
* নেতাজির বই বাধ্যতামূলক করা উচিত স্কুল-কলেজে। তরুণের স্বপ্নকে সিলেবাসে রাখা হোক।
* ভারতের চারটে জায়গায় রাজধানী করা উচিত। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে একটা করে রাজধানী হোক।

 

23 January 2021 13:45 PM

* নেতাজিকে নিয়ে রাজনীতি হচ্ছে।
* নেতাজির আদর্শ বিসর্জন। 

fallbacks

23 January 2021 12:45 PM

রাজনীতির চাপানউতোরে 'নেতাজি'। তাঁকে নিয়ে জোর তরজা রাজনৈতিক তরজা চলছেই। রানী রাসমনি রোডের মঞ্চে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন তিনি।  

23 January 2021 12:30 PM

fallbacks

23 January 2021 12:15 PM

নেতাজির বাসভবন থেকে বেরিয়ে শ্যামবাজার পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে শোভাযাত্রা।

fallbacks

23 January 2021 12:15 PM

 

fallbacks

23 January 2021 11:45 AM

নেতাজি নিয়ে কেন্দ্রকে একের পর এক তোপ মমতার। ন্যাশনাল প্ল্যানিং কমিশন কেন তুলে দেওয়া হল? বন্দরের নাম ছিল সুভাষ বন্দর,তাও উঠিয়ে দেওয়া হল। প্রশ্ন করে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর।

* নেতাজি সুভাষচন্দ্র বসুকে আবেগ দিয়ে অনুভব করতে হবে। ওনার মতো দেশপ্রেমিক কম ছিল।
* মনে দুঃখ রয়ে গিয়েছে। ওঁনার জন্মদিনটা জানলেও, মৃত্যুদিনটা জানি না।
* পরাক্রম দিবস মানে বুঝি না। আমি দেশ নায়ক বুঝি।
* নেতাজি আদর্শ, দর্শন, মন, কর্ম। 
* আমরা কেন দেশ নায়ক দিবস ঘোষণা করছি জানেন? কারণ রবীন্দ্র নাথ তাঁকে এই নাম বলে সম্বধন করেছিলেন।
* নেতাজিকে নিয়ে কারও দয়া-দাক্ষিণের প্রয়োজন নেই।

fallbacksfallbacks

23 January 2021 11:30 AM

কোনও পরিকল্পনাই ছিল না। সফরসূচিতেও উল্লেখ করা হয়নি আগে। তবে শনিবার সকালে এলগিন রোডে নেতাজির বাসভবনে হঠাৎই হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী ভোটের বাংলায় নেতাজি আবেগকে হাতিয়ার করে ময়দানে যুযুধান দুই রাজনৈতিক দল। আজ সকালে শ্যামবাজের মূল কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই নেতাজির বাসভবনে হাজির হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Read More