Home> কলকাতা
Advertisement

Live: নারদা মামলায় গ্রেফতার ফিরহাদ-মদন-শোভন-সুব্রত, CBI দফতরে মমতা

সম্ভবত আজই তাঁদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হতে পারে।

Live: নারদা মামলায় গ্রেফতার ফিরহাদ-মদন-শোভন-সুব্রত, CBI দফতরে মমতা

নিজস্ব প্রতিবেদন: আজ সকালে নাটকীয় ভাবে ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র ও সুব্রত মুখোপাধ্য়াকে আটক করে নিজাম প্যালেসে নিয়ে এসেছে সিবিআই। যদিও ফিরহাদের দাবি তাঁকে নারদা মামলায় গ্রেফতার করা হয়েছে। তবে সিবিআই সূত্রে খবর, গ্রেফতার নয়, আটক করা হয়েছে তাঁদের। তবে সম্ভবত আজই তাঁদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হতে পারে।

Read More