Home> কলকাতা
Advertisement

LIVE: লক্ষ্য ২০২৪, দলে একাধিক রদবদল করলেন তৃণমূল নেত্রী, বড় দায়িত্বে অভিষেক

LIVE: লক্ষ্য ২০২৪, দলে একাধিক রদবদল করলেন তৃণমূল নেত্রী, বড় দায়িত্বে অভিষেক
LIVE Blog
05 June 2021
05 June 2021 16:15 PM

কাকলী ঘোষদস্তিদার মহিলা মোর্চার নতুন প্রেসিডেন্ট। জ্যোতিপ্রিয় মল্লিক কল্যাণী, ও মহুয়া মৈত্র রানাঘাট শহরকে সাজিয়ে তুলবে। ব্রাত্য ও পার্থ শিক্ষাসেলগুলি পুর্নগঠন করবে।

05 June 2021 16:00 PM

দুয়ারে ত্রাণ প্রকল্পে কেউ রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করবেন না। ফেসবুক, টুইটার আছে বলে যা খুশি লিখবেন না। জেলার বিধায়কদের কাছে দল টাকা চায় না। লালবাতি কেউ ব্যবহার করবেন না। না হলে দলের তরফে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

 

05 June 2021 16:00 PM

ফেসবুক লাইভ করার জন্য মদন মিত্রকে তিরস্কার তৃণমূলনেত্রীর। বললেন, দলে এক ব্যক্তি এক পদ চালু হবে। জেলা সভাপতি মন্ত্রী থাকবেন না। একমাসের মধ্যে জেলা ও ব্লকস্তরে সংগঠনে রদবদল। পুরনো যাঁরা ফিরে এসেছেন, তাঁরা সম্মান পাবেন।

 

05 June 2021 16:00 PM

তৃণমূলের সাধারণ সম্পাদক হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের যুব সভাপতি পদে সায়নী ঘোষ। মহিলা শাখার শীর্ষপদেও রদবদল। সভাপতি করা হল কাকলী ঘোষদস্তিদারকে।

05 June 2021 15:30 PM

দলের সংগঠনকে জোরদার করতে  বিভিন্ন জেলাকে একাধিক অংশে ভেঙে দেওয়া হতে পারে। উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব।

 

05 June 2021 15:30 PM

দলে এক ব্যক্তি এক পদ নীতি চালুর সিদ্ধান্ত। একই ব্যক্তি জেলা সভাপতি ও মন্ত্রী হবেন না। খবর তৃণমূল সূত্রে।

 

05 June 2021 15:30 PM

তৃণমূল ভবনে মমতা বন্দ্য়োপাধ্যায়ের নেতৃত্বে  চলছে ওয়ার্কিং বৈঠক। রয়েছেন অভিষেকও।

05 June 2021 15:00 PM

শেষ ভোটে যাঁরা ভালো কাজ করছেন, তাঁদের দায়িত্ব বাড়ছে। পুরভোটকে নজরে রেখে সংগঠনকে ঢেলে সাজাতে পারেন তৃণমূলনেত্রী।

05 June 2021 14:30 PM

তৃণমূলে বড়সড় রদবদলের সম্ভাবনা। 'সেকেন্ড-ইন-কমান্ড' হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

05 June 2021 14:15 PM

তৃণমূল ভবনে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

05 June 2021 14:15 PM

সোনালী গুহ থেকে দীপেন্দু বিশ্বাস, ভোটের পর ইতিমধ্যে পুরোনো দলে ফিরতে চেয়ে আবেদন করেছেন অনেকেই। তৃণমূল সূত্রে খবর, আজকের বৈঠকেই ‘দলবদলু’দের নিয়ে নীতিগত সিদ্ধান্ত নিতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, এখনই তাঁদের দলে ফেরানোর সম্ভাবনা ক্ষীণ।

05 June 2021 14:15 PM

বিধানসভা ভোটের বিপুল ভোটের জয় প্রথম সাংগঠনিক বৈঠক তৃণমূলের। বৈঠকে হাজির দলের সমস্ত সাংসদ, বিধায়ক, জেলা সভাপতিরা।

Read More