জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা। শিয়ালদহের পর এবার হাওড়াতেও বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন! কবে? শুক্রবার ভোর ৪টে থেকে ৮.২৩ মিনিট পর্যন্ত। হাওড়া থেকে একাধিক শাখায় বাতিল ২৫ ট্রেন। সঙ্গে ব্যান্ডেল, বর্ধমান, শেওড়াফুলি, তারকেশ্বর থেকে হাওড়াগামী সমস্ত ট্রেন। সবমিলিয়ে সংখ্যাটা ৬৮।
আরও পড়ুন: Kolkata Airport: 'ডানা'র জের! ট্রেনের পর এবার বাতিল একাধিক বিমান, বন্ধ হল কলকাতা বিমানবন্দরও..
হাওড়া থেকে বাতিল লোকাল ট্রেন(শুক্রবার)
--
ভোর ৪টে ও ৪.১৫ মিনিটের বর্ধমান লোকাল
৪.২২ মিনিটের গোঘাট লোকাল
৪.৪৭ মিনিটের ব্যান্ডেল লোকাল
৪.৫৫ মিনিটের তারকেশ্বর লোকাল
৫.১৪ মিনিটের ব্যান্ডেল লোকাল
৫.৩২ মিনিটের সিঙ্গুর লোকাল
৫.৪৫ মিনিটের মশাগ্রাম লোকাল
৫.৫৫ মিনিটের তারকেশ্বর লোকাল
৬.২৬ মিনিটের ব্যান্ডেল লোকাল
৭.০৫ মিনিটের ব্যান্ডেল লোকাল
৭.৩০ মিনিটের শেওড়াফুলি লোকাল,
৭.৪০ মিনিটের বেলুড় মঠ লোকাল,
৭.৪৫ মিনিটের শ্রীরামপুর লোকাল,
৮.১২ মিনিটের শেওড়াফুলি লোকাল,
৮.২০ মিনিটের ব্যান্ডেল লোকাল,
৮.৩৫ মেমারি লোকাল,
৮.৪৯ মিনিটের চন্দনপুর লোকাল,
৮.৫০ মিনিটের শেওড়াফুলি লোকাল,
৯.১০ মিনিটের ব্যান্ডেল লোকাল,
৯.১৫ মিনিটের শেওড়াফুলি লোকাল,
৯.২০ মিনিটের শ্রীরামপুর লোকাল,
৯.৪০ মিনিটের শেওড়াফুলি লোকাল,
৯.৪০ মিনিটের বারুইপাড়া লোকাল
ব্যান্ডেল, বর্ধমান, শেওড়াফুলি, তারকেশ্বর থেকে হাওড়াগামী আরও ৪৩টি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে ঘুর্ণিঝড় দানার আতঙ্কে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে শিয়ালদহেও। আগামীকাল, বৃহস্পতিবার ও শুক্রবার সকাল ১০টা পর্যন্ত বাতিল থাকছে ১৯০টি ইএমইউ লোকাল ট্রেন।
আরও পড়ুন: Cyclone Dana: 'ডানা'র মোকাবিলায় দুর্গাপুজোর ব্যানার! চলছে সেলাই..
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)