Home> কলকাতা
Advertisement

Suvend Adhikari: দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাব বলেও ৫ প্রশ্ন শুভেন্দুর..

Suvend Adhikari:  পুরীর আদলে জগন্নাথ মন্দিরে এবার দীঘায়। বুধবার দীঘায় জগন্নাথ ঘামের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পেলেন রাজ্যের বিরোধী দলনেতা।

Suvend Adhikari: দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাব বলেও ৫ প্রশ্ন শুভেন্দুর..

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অপেক্ষার আর মাত্র ৩ দিন। দীঘায় মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাঠানো হল শুভেন্দু অধিকারীকে। যাবেন? হিডকোর ভাইস চেয়ারম্যান, রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীর কাছে বেশ কয়েকটি প্রশ্ন রেখেছেন রাজ্যের বিরোধী দলনেতা। জানিয়েছেন, 'সদুত্তর পেলে, সানন্দে উদ্বোধনে অনুষ্ঠানে যোগ দেবেন'।

আরও পড়ুন:Palalgam Terror Attack: পাকিস্তানকে হুমকি নয়; সার্জিক্যাল স্ট্রাইকেরও সময় নয়, অভিষেক বললেন আরও বড় ব্যবস্থার কথা

প্রস্তুতি একেবারেই শেষ পর্যায়ে। আগামী বুধবার দীঘায় 'জগন্নাথ ধামের' উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে উদ্বোধনী অনু্ষ্ঠানে আমন্ত্রণপত্র  পাওয়ার কথা জানিয়েছে শুভেন্দু নিজেই। এক্স হ্যান্ডেল পোস্টে তাঁর দাবি, টেন্ডারের নথি অনুযায়ী দিঘায় 'জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র' নির্মিত হয়েছে। অথচ আমন্ত্রণুপত্রে 'প্রাণ প্রতিষ্ঠা' অনুষ্ঠানের কথা বলে হয়েছে। জানতে চেয়েছে, দিঘায়  'জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র'র উদ্বোধন হচ্ছে না জগন্নাথ মন্দিরের? শুভেন্দুর মতে, 'এই বিভ্রান্তি দূর করতে আমন্ত্রণপত্রটি পুনর্মুদ্রণ করা উচিত অথবা স্পষ্ট ব্যাখ্যাসহ লিখিত উত্তর পাঠানো উচিত'।

এক্স হ্যান্ডেল পোস্টে শুভেন্দু লিখেছেন, 'যেহেতু হিডকোর তরফে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে, তাহলে কি এই সংস্থাটিই ভবিষ্যতে জগন্নাথ ধাম সাংস্কৃতি কেন্দ্র বা জগন্নাথ রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনা ও দেখভালের দায়িত্বে থাকবে'? তাঁর আরও বক্তব্য, 'বর্তমানে হিডকোর চেয়ারম্যান কে? অফিশিয়াল ওয়েবসাইটে এখন চেয়ারম্যান হিসেবে এখনও চেয়ারম্যান হিসেবে ফিরহাদ হাকিমের নামে রয়েছে'।

শুভেন্দুর প্রশ্ন, 'যদি ফিরহাদ হাকিমকে সরানো হয়ে থাকে, তাহলে কেন হিডকো অফিসিয়াল ওয়েবসাইটে কেন নাম রয়েছে? যদি সরানো না হয়ে থাকে, এই প্রকল্পে তাঁর কী ভূমিকা? আমন্ত্রণপত্রে কেন ফিরহাদের নাম নেই কেন'? আরও প্রশ্ন, 'ভবিষ্যতে এই মন্দিরে ভক্তদের দেওয়া দান কোথায় যাবে? যেহেতু এটি সরকারি নিয়ন্ত্রণাধীন একটি সংস্কৃতি কেন্দ্র, ওই দানের অঙ্ক কি মন্দিরের সম্পত্তি হিসেবে বিবেচিত হবে, নাকি হিডকো-র আয় হিসেবে ধরা হবে'?

বাদ যায়নি নিয়োগ প্রসঙ্গও। শুভেন্দু জানতে চেয়েছেন, 'মন্দির বা সংস্কৃতি কেন্দ্রে যাঁরা কাজ করবেন, তাঁদের নিয়োগ কে করবেন? এখানে কি ধর্মীয় ভাবে হিন্দু নয়, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে? যেহেতু পশ্চিমবঙ্গ সরকার বা হিডকো-এর মতো একটি পাবলিক সেক্টর কোম্পানি এই প্রকল্পের নিয়ন্ত্রণে রয়েছে, তাই ধর্মের ভিত্তিতে নিয়োগে কি কোনও বৈষম্য করা হবে'?

পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘায় এই জগন্নাথ  ধাম তৈরির কথা বলেছেন স্বয়ং মুখ্য়মন্ত্রী। শুভেন্দুর প্রশ্ন, 'যেহেতু দিঘার জগন্নাথ ধাম পুরীর জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত হচ্ছে বলে প্রচার করা হয়েছে, তাহলে কি পুরীর নিয়ম অনুযায়ী এখানে হিন্দু ছাড়া অন্য ধর্মাবলম্বীদের প্রবেশ নিষিদ্ধ করা হবে'? শুভেন্দু স্পষ্টতই বলেছেন, 'যদি এই প্রশ্নগুলোর সন্তোষজনক ব্যাখ্যা না দেওয়া হয়, তবে এটা প্রমাণিত হবে, যে রাজ্য সরকার জনগণের ধর্মীয় বিশ্বাস নিয়ে প্রতারণা, বিভ্রান্তি ও দ্বিচারিতা করে চলেছে। তিনি আশা করেছেন, কর্তৃপক্ষ যথাযথ ব্যাখ্যা দিয়ে এই সমস্ত অনিশ্চয়তা দূর করবেন'।

আরও পড়ুন:  Miyazaki Mango: চোখ টানবে 'সূর্য ডিমের' উজ্জ্বল রং, বর্ধমানে বাগানে ফলেছে বিশ্বের সবচেয়ে দামি আম

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More