Home> কলকাতা
Advertisement

নেতা, মন্ত্রীর পরে এবার শিল্পী, নতুন তকমায় অবাক Madan Mitra

সোমবার বিধানসভায় মদন মিত্রর নামে আসা একটি চিঠিতে নিজের নাম দেখে মুচকি হাসলেন তিনি

নেতা, মন্ত্রীর পরে এবার শিল্পী, নতুন তকমায় অবাক Madan Mitra

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: ছিলেন দাদা, নেতা, মন্ত্রী। এবার হলেন শিল্পী। মদন মিত্রর একই অঙ্গে বহু রুপের পরিচয় রাজ্যবাসি আগেই পেলেও এবার হয়ত তাঁর শিল্পী সত্তা আক্ষরিক অর্থে স্বীকৃতি পেল শান্তিপুর পূর্ণিমা মিলনির চিঠিতে।

সোমবার বিধানসভায় মদন মিত্রর নামে আসা একটি চিঠিতে নিজের নাম দেখে মুচকি হাসলেন তিনি। নদিয়ার রাসমেলায় মদন মিত্রকে আমন্ত্রন জানিয়ে চিঠি পাঠায় শান্তিপুর পূর্ণিমা মিলনি। সেই চিঠির খামে মদন মিত্রকে উদ্দেশ্য করে লেখা হয় বিধায়ক এবং শিল্পী। 

আরও পড়ুন: পুলিসের সাহায্য ছাড়া ভোটে জিতবে না TMC, দাবি Dilip-র

চিঠির খামে এই লেখা নিজের এই নতুন পরিচয় দেখে কিছুটা অবাকই হয়ে যান তিনি। যদিও তাঁর ফেসবুক লাইভে লাইকের সংখ্যা নেহাত কম নয় এবং পুজোর আগে বের হওয়া তাঁর ও লাভলি গানটি ইতিমধ্যেই মানুষের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে। আর তাই শিল্পী তকমায় অবাক হলেও শেষ পর্যন্ত হেসেই ফেললেন মদন মিত্র।

fallbacks

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)    

Read More