Home> কলকাতা
Advertisement

WB Bypoll: 'ইন্ডিয়া ওয়ানা হ্যাভ হার বেটিয়া', গাইলেন 'কালারফুল' Madan Mitra

পুজো আসছে, সঙ্গে ভোটও।

WB Bypoll: 'ইন্ডিয়া ওয়ানা হ্যাভ হার বেটিয়া', গাইলেন 'কালারফুল' Madan Mitra

নিজস্ব প্রতিবেদন: দরজায় কড়া নাড়ছে পুজো। উৎসবের মরশুমে আবার ভোটেরও দামামা বেজে গিয়েছে বাংলায়। 'ইন্ডিয়া ওয়ানা হ্যাভ হার বেটিয়া',  এবার মিউজিক ভিডিয়ো প্রকাশ করলেন 'কালারফুল' মদন মিত্র। নাচ-গান এমনকী অভিনয়ও করতে দেখা গেল কামারহাটির তৃণমূল  বিধায়ককে।

পুজো আসছে, সঙ্গে ভোটও। মহালয়ার ঠিক ৫ দিন আগে, ৩০ সেপ্টেম্বর উপনির্বাচন ভবানীপুরে। প্রার্থী খোদ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 'পুজোর মুখে'  পাশে 'দুর্গা'কে নিয়ে  হিপহপ গানের মিউজিক ভিডিও শুট করেছিলেন মদন মিত্র। পূর্ব ঘোষণা মতোই এদিন, মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হল সেই ভিডিয়ো।

 

ভবানীপুরে উপনির্বাচনের আগে হলুদ পাঞ্জাবি, লাল ধুতিতে উজ্জ্বল মদন মিত্র গাইলেন 'ইন্ডিয়া ওয়ানা হ্যাভ হার বেটিয়া।' বললেন, 'ইয়েস, আই অ্যাম কালারফুল বয়/ নট কালারফুল, বেশি কালারফুল নয়'। অভিনব কায়দায় উপনির্বাচনে মমতার হয়ে প্রচার যেমন করলেন, তেমনি গানের ছলেই বুঝিয়ে দিলেন আসল লক্ষ্য ২০২৪-র দিল্লি  দখল! তৃণমূল বিধায়কের মুখে শোনা গেল, 'ভবানীপুর টু কামারহাটি/ ওয়েস্ট বেঙ্গল টু দেশের মাটি/ মমতার হাত ধরে সামনে  হাঁটি'। এই মিউজিক ভিডিয়ো-তে আবার জুড়ে গেল মহিষাসুরমর্দিনীর সেই চিরন্তনী সুরও। মদনের পাশে রইলেন দুর্গাবেশী অভিনেত্রী।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More