Home> কলকাতা
Advertisement

Mamata Banerjee: নজরে ছাব্বিশ! ২ অগাস্ট থেকেই বুথ-ভিত্তিক নতুন সরকারি প্রকল্প 'আমাদের পাড়া, আমাদের সমাধান', মমতা জানালেন..

West Bengal New Project Announcement: ২ অগস্ট থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে রাজ্যজুড়ে। এর জন্য ৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

Mamata Banerjee: নজরে ছাব্বিশ! ২ অগাস্ট থেকেই বুথ-ভিত্তিক নতুন সরকারি প্রকল্প 'আমাদের পাড়া, আমাদের সমাধান', মমতা জানালেন..

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়:  পুজোর আগেই, নতুন প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর। ২১ জুলাইয়ের (21July) মঞ্চ থেকে যেমন নির্বাচনের (2026 Assembly Election) রোড্ম্যাপ তৈরি করে দিয়েছিলেন, মঙ্গলবার নবান্ন থেকে ছাব্বিশের ভোটের আগে নতুন সরকারি প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। 

'আমাদের পাড়া, আমাদের সমাধান'। মমতার দাবি, এমন প্রকল্প গোটা দেশে এই প্রথম।

২ অগস্ট থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে রাজ্যজুড়ে। এর জন্য ৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেমন হবে নতুন কর্মসূচি, সে বিষয়েও বিস্তারিত জানান মমতা। বলেন, তিনটে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে। এক দিন করে ক্যাম্প হবে পাড়ায় পাড়ায়। সমস্যা শোনার পর সেই কাজ করা হবে। সব কাজ হবে অনলাইন মাধ্যমে, স্বচ্ছতা মেনে। মানুষ নিজের সমস্যা নিজে জানাতে পারবেন।

এর জন্য ৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা জানান, মানুষের ছোট ছোট সমস্যা সমাধানের জন্য এবার থেকে সরকার পথে নামবে। নতুন কর্মসূচি নিয়ে বিস্তারিত তথ্য দিয়ে মমতা বলেন, 'এইরকম উদ্যোগ এই প্রথম। গ্রামের ছোট ছোট সমস্যার কথা শুনবেন আমাদের আধিকারিকরা। তিনটে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে। প্রত্যেকটা বুথে একটা জায়গা থাকবে। যেখানে সাধারণ মানুষ নিজেদের ছোট ছোট সমস্যার কথা জানাবেন। সেই ক্ষেত্রে সরকারি অফিসারের আলোচনা করে ঠিক করবেন, কতটা কী করতে পারা যায়। সব কাজ হবে অনলাইন মাধ্যমে, স্বচ্ছতা মেনে। মানুষ নিজের সমস্যা নিজে জানাতে পারবেন'। 

মমতা জানান, তিনটে বুথ নিয়ে একদিন করে ক্যাম্প হবে পাড়ায় পাড়ায়। সমস্যা শোনার পর সেই কাজ করা হবে। মমতা জানান, ছোট ছোট কাজের জন্য সরকার কিছু টাকা দেবে। ১০ লক্ষ করে টাকা দেবে সরকার। এদিন থেকেই পরিকল্পনার কাজ শুরু হবে।

মুখ্যমন্ত্রী এও জানান, গ্রামের ছোট ছোট সমস্যার কথা শুনবেন সরকারের আধিকারিকরা। আর যে কাজ হবে তার জন্য ১০ লক্ষ করে টাকা দেবে সরকার। 

UGC NET JRF 2025: গোটা দেশে প্রথম কাটোয়ার নিলুফা! UGC NET JRF 2025 রেজাল্টে তাক লাগিয়ে গলি থেকে রাজপথের উড়ান স্কুলশিক্ষকের মেয়ের...

Newtown Crime Incident: হাড়হিম নিউটাউন! পরকীয়া-সন্দেহ-ঝগড়া! গেস্ট হাউজের ঘরে শ্বাসরোধ করে স্ত্রীকে ... অবিশ্বাস্য...

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More