জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'আমাদের রাজ্যের লোক যদি কোথায় কাজ করে, বিজেপি সমস্যাটা কোথায়'! ভিনরাজ্যে 'বাঙালি হেনস্থা'য় ফের সরব মুখ্যমন্ত্রী। বললেন, 'নিজে থেকে গিয়েছে, তা নয়। তাঁদের দক্ষতা আছে বলে নিয়ে গিয়েছে। আমাদের এখানে যেমন দেড় কোটি মানুষ কাজ করে, সব রাজ্যের মানুষ থাকেন, ব্যবসা করেন। কই আমাদের এখানে তো সমস্য়া হয় না'।
মুখ্যমন্ত্রী বলেন, 'কালকে আলিপুরদুয়ারের একজনের কাছে তফশিলি সম্ভবত অঞ্জলি শীল, নিত্য শীল স্বামী। ফালাকাটা, কিন্তু চিঠিটা গিয়েছে কোচবিহারে, ভুল করে। আলিপুরদুয়ারে। বাংলার ব্যাপারে কেউ হস্তক্ষেপ করে! অনৈতিক নয়, অসাংবিধানিক, বেআইনি'। সঙ্গে হুঁশিয়ারি, 'ওরা কিন্তু সীমারেখা লঙ্ঘন করছেন। আমি ডবল ইঞ্জিন সরকারকে, বিজেপিকে বলব, নিজেদের চরকায় তেল দিন। ওখানে কালী মন্দির ভাঙছেন, দাঙ্গা করছেন, ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছেন। মানুষ উচ্ছেদ করছেন, অনেক মানুষকে ডিটেশন ক্যাম্পে রেখে দিয়েছেন। অনেক মানুষের নাম বাতিল করেছেন। এভাবে যদি মনে করেন আপনারা দেশ চালাবেন, দেশটা কিন্তু বিভক্ত হয়ে যাবে। দেশ বিভক্ত হয়ে গেলে দেশে শক্ত কাঠামো নষ্ট হয়ে যাবে'।
মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, 'বাংলাটাকে দখল করতে চাইছে! গায়ে জোরে বাংলা রাজ্যটাকে উঠিয়ে দিতে চাইছে। ভাষা সন্ত্রাস চলছে! মানুষের উপরে অত্যাচার, সন্ত্রাস চলছে। এবার প্রত্যেকটা জেলা বেছে বেছে মানুষদের যাতে সংকটে ফেলা যায়। কেউ ভয় পাবেন না। আমরা আমাদের কাজ করব। মানুষকে রক্ষা করা আমাদের কর্তব্য'। তাঁর সাফ কথা, 'এইসব করে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে বিজেপি যদি মনে করে মহারাষ্ট্র, দিল্লির মতো বাংলায় জিতবেন, তাহলে ভুল করছেন'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)