নিজস্ব প্রতিবেদন: পাঁচশো টাকা খরচ করলেই মিলছে আধারের তথ্য। একটি সংবাদমাধ্যমের স্টিং অপারেশনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠেছে। সেই খবরে আশঙ্কাপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
টুইটারে তিনি লিখেছেন, ''প্রথম থেকেই আমি বলে আসছি আধার কার্ড গোপনীয়তা ভঙ্গ করবে। তথ্যের সুরক্ষা নিশ্চিত করেই এই ব্যবস্থা চালু করা উচিত। সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, অল্প টাকা দিলেই আধার কার্ডের তথ্য মিলছে। এটা সত্যি হলে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ভঙ্গ হবে।''
আরও পড়ুন- লোগোর পর রাজ্যের নাম পরিবর্তনই লক্ষ্য মুখ্যমন্ত্রীর
From the very beginning, I have been voicing my serious concern over violation of privacy due to AADHAR and urging to ensure a foolproof mechanism to ensure security of data. 1/3
— Mamata Banerjee (@MamataOfficial) January 5, 2018
A section of the press has reported that AADHAR cards are now easily available from fictitious agencies upon payment of small amounts.
— Mamata Banerjee (@MamataOfficial) January 5, 2018
If this is true, then this is a huge infringement of individual privacy and data security. 2/3
দেশের সমস্ত নাগরিককে সতর্ক থাকার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
I would like to request all citizens of the country to be more alert and cautious to prevent data theft and violation of privacy. 3/3
— Mamata Banerjee (@MamataOfficial) January 5, 2018
এর পাশাপাশি ই-টেন্ডারে বাংলার সাফল্যের কথাও তুলে ধরেছেন তিনি।
West Bengal has been conferred the Best Performance Award for excellence in e-tender work by Ministry of Finance and Ministry of Electronics and Information Technology, Government of India.
— Mamata Banerjee (@MamataOfficial) January 5, 2018