নিজস্ব প্রতিবেদন: রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী মনোনীত হওয়ার পর যশবন্ত সিনহাকে অভিনন্দন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করলেন, 'একজন সম্মানীয় ও কুশলী ব্যক্তি নিশ্চিতভাবেই দেশের গরিমা রক্ষা করবেন তিনি'।
রাষ্ট্রপতি নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই জোট বেঁধেছে বিরোধীরা। ১৫ মে, বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসেছিলেন কংগ্রেস-সহ ১৮ রাজনৈতিক দলের প্রতিনিধিরা। স্রেফ ঐকমতের ভিত্তিতে প্রার্থীর দেওয়ার সিদ্ধান্তই নয়, সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে শরদ পওয়ারের নাম প্রস্তাব করা হয়। কিন্তু শেষপর্যন্ত প্রার্থী হতে রাজি হননি তিনি। এমনকী, বিরোধী প্রার্থী হিসেবে ফারুখ আবদুল্লা ও গোপালকৃষ্ণ গান্ধীও রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়াতে অস্বীকার করেন।
আরও পড়ুন: চাকরিতে বেনিয়মকাণ্ড বাদ দিয়ে আচার্য পদ নিয়ে তৎপরতা, মমতা সরকারের বিরুদ্ধে তোপ রাজ্যপালের
তাহলে বিরোধীদের প্রার্থী কে হবেন? এদিন ফের দিল্লিতে বৈঠকে বসে বিরোধীরা। বৈঠক শেষে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে যশোবন্ত সিনহার নাম ঘোষণা করেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।
I would like to congratulate Shri @YashwantSinha on becoming the consensus candidate, supported by all progressive opposition parties, for the upcoming Presidential Election.
— Mamata Banerjee (@MamataOfficial) June 21, 2022
A man of great honour and acumen, who would surely uphold the values that represent our great nation!
এদিনের বৈঠকে অবশ্য যোগ দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তরফে বৈঠকে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।