Home> কলকাতা
Advertisement

Martyrs Day Celebration 2025: এই একুশে জুলাইয়ে রেকর্ড ভিড়? সারা রাজ্য থেকে আসা কর্মী-সমর্থকদের কী বলছেন মমতা?

Mamata Banerjee Martyrs Day Rally 2025 Updates: কেউ ব্যানার হাতে, কেউ সাদামাটা পোশাকে ধর্মতলায়। সকলের একটাই লক্ষ্য, ধর্মতলার সেই ঐতিহাসিক মঞ্চে পৌঁছনো। দলনেত্রীর মুখ থেকে শোনা নতুন রাজনৈতিক বার্তা, আগামী আন্দোলনের দিকনির্দেশ, শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন-- এই সমাবেশের মূল কেন্দ্রবিন্দু।

Martyrs Day Celebration 2025: এই একুশে জুলাইয়ে রেকর্ড ভিড়? সারা রাজ্য থেকে আসা কর্মী-সমর্থকদের কী বলছেন মমতা?

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: ছাব্বিশের আগের একুশে জুলাইতে রেকর্ড ভিড়ের লক্ষ্য (21st July TMC Shahid Diwas) নিয়েই আজ, সোমবার সকাল থেকে পথে তৃণমূল কংগ্রেস। আজকের সভা থেকেই দলীয় কর্মী ও নেতাদের উদ্দেশ্যে নির্দিষ্ট কর্মসূচি ঘোষণা করতে পারেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত কয়েকমাস ধরেই তৃণমূল কংগ্রেস বাঙালি হেনস্থার অভিযোগে সরব। মূলত বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাংলা বললেই তাঁদের বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। সেই সব প্রসঙ্গও কি আসবে?

আরও পড়ুন: Horoscope Today: বৃষের খ্যাতি, সিংহের আত্মবিশ্বাস, মীনের বিপদ! দেখে নিন, আজ কেমন যাবে আপনার দিন...

বাঙালি অস্মিতা

গত কয়েকমাস ধরেই তৃণমূল কংগ্রেস বাঙালি হেনস্থার অভিযোগে সরব। মূলত বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাংলা বললেই তাঁদের বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই কোচবিহারের যে ব্যক্তিকে অসম সরকারের পক্ষ থেকে নোটিস দেওয়া হয়েছে, তিনিও এসে গিয়েছেন কলকাতায়। আজকের সভায় তাঁরও বক্তব্য রাখার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রত্যেকটি ক্ষেত্রে প্রতিনিধিদেরও আজকের সভায় বক্তব্য রাখা সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে 'জাগো বাংলা'য় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লেখা লিখেছেন, সেখানে স্পষ্ট করেছেন, বাংলাকে আঘাত করলে আগামীদিনে স্পষ্ট জবাব দেওয়া হবে বাংলাবিরোধী দলকে। ফলে, আজকের সভার মূল সুর যে, বাঙালি হেনস্থা এবং বাংলাকে বঞ্চনা এই দুই সুরেই বাঁধা থাকবে, সেই ইঙ্গিত স্পষ্ট।

আরও পড়ুন: Sawan Monday 2025: শ্রাবণ সোমবারে কোন কাজটি করলে ভয়ানক রেগে যান শিব? জানেন, নিরামিষ হলেও কোন ৩ জিনিস মুখে তুললেই সর্বনাশ? শিবের রোষে...

ধর্মতলা অভিমুখে 

আজ, সকাল থেকেই ধর্মতলা অভিমুখে মানুষের ঢল নেমেছিল। গতকাল গভীর রাত থেকেই দূর দূর এলাকার বাসগুলি যাত্রা শুরু করেছিল। সকাল হতে না হতেই একের পর এক লোকাল ট্রেনে করে ধর্মতলার একুশে সমাবেশ যেতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। স্টেশনের সামনের দলীয় শিবির থেকে তাঁদের গাইড করা হয়েছে। এছাড়াও উল্লাস, আলিশা, তেলিপুকুর বা নবাবহাটা মোড় থেকে বাসেও সমাবেশে যাবেন দলের কর্মীরা। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে দলীয় কর্মীদের উজ্জীবিত করতে কী বার্তা দেন দলনেত্রী, তা জানার আগ্রহ সবার মনে।

শহরে-জেলায়-নগরে

প্রতি বছরের মতো এবছরও ধর্মতলায় আয়োজিত হয়েছে তৃণমূল কংগ্রেসের শহিদ সমাবেশ। দলের সর্বোচ্চ নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মীসমর্থকেরা ভিড় জমিয়েছেন কলকাতার প্রাণকেন্দ্রে। সকালের আলো ফোটার আগেই পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশন চত্বর জমজমাট হয়ে ওঠে। তৃণমূল কর্মীরা পতাকা, ব্যানার, ফেস্টুন হাতে একসঙ্গে যাত্রা শুরু করেন হাওড়াগামী ট্রেনে। শুধু পূর্ব বর্ধমান নয়, উত্তরবঙ্গ ও মুর্শিদাবাদের একাধিক ব্লক থেকেও বহু কর্মী কাটোয়া স্টেশন হয়ে রওনা হন ধর্মতলার উদ্দেশ্যে। বিশেষ করে মুর্শিদাবাদের ভরতপুর ২ নম্বর ব্লকের প্রায় ৫ হাজার তৃণমূলকর্মী একযোগে কালো রঙের টি-শার্ট পরে উপস্থিত হন যাত্রায়। সেই টি-শার্টে ছাপা দলের নির্বাচনী প্রতীক ঘাসফুল এবং ব্লক সভাপতির নাম। এই প্রতীকী উপস্থাপনা কর্মীদের মধ্যে ঐক্যের বার্তা পৌঁছে দেয়। ট্রেনের কামরাগুলি স্লোগানে  মুখরিত হয়ে ওঠে-- 'মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ' ও '২১ জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা' স্লোগানে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More