শ্রেয়সী গঙ্গোপাধ্য়ায়: জেলবন্দি অনুব্রতকে বীরের মতো জেল থেকে ছাড়িয়ে আনার নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের মেগা সমাবেশ মঞ্চ থেকেই এই নির্দেশ দেন তিনি। একইসঙ্গে বীরভূম জেলার তৃণমূল নেতা-কর্মীদের আরও ৩ গুণ লড়াই করার আহ্বান জানান মমতা। তৃণমূল নেত্রী এদিন বলেন, 'বীরভূমের কে কে আছেন, একটু উঠে দাঁড়ান দেখি। কেষ্ট না ফেরা অবধি লড়াই আরও ৩ গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন। বীরভূম জেলা হারতে জানে না। হারতে শেখেনি। কেষ্টকে বন্দি করে ভাবছে, সাংসদের আসনটা দখল করবে! সেই গুড়ে বালি। যতদিন কেষ্ট না বের হচ্ছে, লড়াই ৩ গুণ বাড়বে। ভাবছে, তৃণমূলের প্রভাবশালী নেতাদের গ্রেফতার করলেই, কর্মীরা ভয় পেয়ে যাবে!'
প্রসঙ্গত, গোরুপাচার কাণ্ডে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। বর্তমানে জেল হেফাজতে তিনি। বুধবার তাঁর জামিনের আবেদন ফের খারিজ করে দেয় সিবিআই বিশেষ আদালত। বদলে ফের তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এরপরই এদিন নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে গর্জে উঠলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। প্রসঙ্গত, প্রাক্ স্বাধীনতা দিবস উদ্যাপনের অনুষ্ঠানে বেহালায় গিয়ে অনুব্রতের পাশে থাকার বার্তা দেন মমতা। সেখানে দাঁড়িয়েই বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রতের পাশে থাকার বার্তা দেন মমতা। তিনি জানান, 'অনুব্রত কিছুই চান না। এমনকি, তিনি রাজ্যসভায় পাঠাতে চাইলেও কেষ্ট রাজি হননি। কী করেছিল কেষ্ট? কেন ওকে গ্রেফতার করা হল? যতবার নির্বাচন হয়েছে, ততবার ওকে ঘরবন্দি রাখা হয়েছে। ওকে বাইরে বের হতেই দেওয়া হয়নি। ছেলেটা গত দু'বছরে কত কষ্ট পেয়েছে আমি জানি।'
'দিদি'র পাশে থাকার বার্তা পাওয়ার পরই বডি ল্যাঙ্গোয়েজই বদলে যায় অনুব্রত মণ্ডলের। তিনি বলেন, 'দিদি তো পাশে থাকবেনই। ঠিকই তো বলেছেন। উনি বলবেন না? এই নিয়ে আমি আর কী বলব। দিদি যা করেছেন অনেক করেছেন।' এদিন ফের আরেকবার অনুব্রতর পাশে থাকার বার্তা দিলেন দলনেত্রী মমতা।