জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃষ্টিতে বিপর্য়স্ত বাংলা। রাজ্য়ের একাধিক জেলায় প্লাবন! 'অসম বন্যাত্রাণে টাকা পায়, বাংলা পায় না', ফের কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী। বললেন, 'সেচ দফতর বারবার বলেছে। আমি নিজে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি। আমরা পূর্বাঞ্চলীয় বৈঠকে আলোচনা করেছি, নীতি আয়োগের বৈঠকে আলোচনা করেছি। কিন্তু কিছুতেই কথা কানে যাচ্ছে না'।
আরও পড়ুন: Kolkata Road: নিকাশি কর্মীদের ছুটি বাতিল, অতিবৃষ্টিতে শহর ডুবলে কী ব্যবস্থা, জানালেন ফিরহাদ
নবান্নে মুখ্য়মন্ত্রী বলেন, 'খুব দুঃখের সঙ্গে বলছি, একদিকে বৃষ্টি হয়েছে, অন্যদিকে প্রায় ২৭ হাজার লক্ষ কিউবিট লিটার জল ছাড়া হয়েছে। ১৮ জুন থেকে আজ পর্যন্ত। কেউ নিজেকে বাঁচানোর জন্য জল ছেড়ে দিয়ে খালাস হয়ে যাচ্ছে। কিন্তু ১৫ বছর ধরে আমরা লড়াই করছি। কিন্তু লড়াইয়ের ফল পাওয়া যাচ্ছে না। সেচ দফতর বারবার বলেছে। আমি নিজে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি। আমরা পূর্বাঞ্চলীয় বৈঠকে আলোচনা করেছি, নীতি আয়োগের বৈঠকে আলোচনা করেছি। কিন্তু কিছুতেই কথা কানে যাচ্ছে না। অসম বন্যাত্রাণে টাকা পায়, বাংলা পায় না'!
মুখ্যমন্ত্রীর কথায়, 'বাংলায় শুধু জল ছেড়ে দিয়ে বন্যা করে দিয়ে খালাস! তারপর ভোটের অংক অন্য কথা বলবে। ভোটের অপর নাম জনগণের সেবা করা। সেবার পরিবর্তে জনগণের পরিষেবা না দিয়ে, নিজেদের পরিষেবা করছে'। জেলাশাসক ও পুলিস সুপারদের নির্দেশ, 'আপনারা এখন থেকে দেখুন, যেগুলি নিচু জায়গা আছে, কাঁচমাটির ঘর আছে, স্রোতের জল আসছে, তার অন্তত বেশ কিছুটা দূরে, পাকা বাড়িতে নিয়ে এসে রাখুন। যতদিন পর্যন্ত বাড়ি ফিরতে না পারছে, বাড়ি ফিরলেও স্বাভাবিক জীবনে পুরোপুরি ফেরা না পর্যন্ত ত্রাণ কাজ চালিয়ে যেতে হবে। ত্রাণ সামগ্রীর যেন কোনও সমস্যা না হয়'।
আরও পড়ুন: Dilip Ghosh: 'ম্যায় হুঁ না! পার্টি যেভাবে ব্যবহার করবে আমি তৈরি', সুপার কনফিডেন্ট দিলীপ...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)