Home> কলকাতা
Advertisement

স্বতঃপ্রণোদিত মামলা করে দেশকে বাঁচান, আড়িপাতাকাণ্ডে সুপ্রিম কোর্টকে আর্জি Mamata-র

 দেশের গণতন্ত্রকে বাঁচাতে শীর্ষ আদালতের এগিয়ে আসা উচিত বলে মনে করেন তৃণমূল নেত্রী (TMC Supremo)।

স্বতঃপ্রণোদিত মামলা করে দেশকে বাঁচান, আড়িপাতাকাণ্ডে সুপ্রিম কোর্টকে আর্জি Mamata-র

নিজস্ব প্রতিবেদন: পেগাসাস-কাণ্ডে সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। করজোড়ে তৃণমূল নেত্রী বলেন,'এভাবে দেশ চলতে পারে না। ফোন ক্যাপচার করে বলছে যা করেছি ঠিক করেছি। আমি সুপ্রিম কোর্টকে আবেদন করতে চাই, আপনাদের সকলে সম্মান করে। আপনারা স্বতঃপ্রণোদিত মামলা করতে পারেন না?'


বিচারপতিদের ফোনও আড়িপাতা হচ্ছে। দেশের গণতন্ত্রকে বাঁচাতে শীর্ষ আদালতের এগিয়ে আসা উচিত বলে মনে করেন তৃণমূল নেত্রী (TMC Supremo)। তাঁর কথায়,'বিচারপতিদের ফোন ট্যাপ হচ্ছে। ফোন ট্যাপ হচ্ছে রাজনৈতিক দলের। ফোন এখন রেকর্ডার হয়ে গিয়েছে। নিজের ঘরে ফোন করলেও রেকর্ড হচ্ছে। স্যর দয়া করে স্বতঃপ্রণোদিত মামলা করে দেশকে বাঁচান। লোককে বাঁচান। নইলে আপনারা একটি সিট তৈরি করে দিন। যারা আদালতের নজরদারিতে কাজ করবে। কার কার ফোনে ট্যাপ হয়েছে সেটা খুঁজে বের করতে হবে।'

তাঁর ফোনও ট্যাপ করা হয়েছে দাবি করেন মমতা (Mamata Banerjee)। বলেন,'আমার ফোনও তো ট্যাপ হয়েছে। অভিষেকের ফোন ট্যাপ হয়েছে। ওঁর সঙ্গে তো আমি কথা বলি। পিকের ফোন হয়েছে। ওঁর সঙ্গেও কথা বলি। এমন অনেক সাংবাদিকদের সঙ্গে কথা বলি, তাঁদের ফোনও ট্যাপ হয়েছে। আপনাদের ফোনেও হয়েছে। রঞ্জন গগৈয়ের কেস তো দেখেছেন। বিচারব্যবস্থাকে স্পর্শ করতে চায় না। কিন্তু তা-ও হয়েছে। আজ গণতন্ত্রকে কেউ বাঁচাতে পারে শুধু বিচারব্যবস্থা। গণতন্ত্রকে দেশের জনতা বাঁচাতে পারে।'

আরও পড়ুন- প্রতিদিন যখনই সময় পাবেন আধ ঘণ্টা করে মিছিল করবেন, দলকে বার্তা Mamata-র

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More