Home> কলকাতা
Advertisement

রণে ভঙ্গ সরকারের, গেল না ডিভিশন বেঞ্চে

বিজেপির যাত্রভঙ্গ করতে গিয়ে গতকালই নাককাটা গিয়ে ছিল হাইকোর্টে। শেষ পর্যন্ত রণে ভঙ্গই দিল সরকার পক্ষ। ডিভিশন বেঞ্চের লড়াইতে না গিয়ে ধর্মতলায় অমিত শাহর সভার অনুমতি দিয়ে দিল পুরসভা, দমকল, পুলিস।

 রণে ভঙ্গ সরকারের, গেল না ডিভিশন  বেঞ্চে

কলকাতা: বিজেপির যাত্রভঙ্গ করতে গিয়ে গতকালই নাককাটা গিয়ে ছিল হাইকোর্টে। শেষ পর্যন্ত রণে ভঙ্গই দিল সরকার পক্ষ। ডিভিশন বেঞ্চের লড়াইতে না গিয়ে ধর্মতলায় অমিত শাহর সভার অনুমতি দিয়ে দিল পুরসভা, দমকল, পুলিস।

ভিক্টোরিয়া হাউসের সামনে  বিজেপিকে সভার অনুমতি দিতে প্রথম থেকেই নারাজ ছিল প্রশাসন। রাজি হয়নি পুরসভাও।  দুপক্ষের লড়াই গড়ায় হাইকোর্ট পর্যন্ত। ম্যাচের এই সেকেন্ড সেটে এগিয়ে যায় বিজেপি। হাইকোর্ট রায় দিয়ে দেয়, ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনেই সভা করতে দিতে হবে।

রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যাওয়ার চিন্তা ভাবনা হয়েছিল পুরসভার তরফে।  হাতে সময় কম। তাই শনিবার স্পেশাল বেঞ্চ বসানোর আবেদন করা হবে, ভাবা হয়েছিল। তবে আর একবার মুখ পোড়ার ঝুঁকি নিল না সরকার পক্ষ।  বরং আদালতের নির্দেশ মেনে সকাল বেলা ভিক্টোরিয়া হাউসের সামনে পরিদর্শনে গেলেন পুরসভা, পুলিস, দমকলের আধিকারিকরা।  সব ঘুরে দেখে বিজেপিকে নো অবজেকশন সার্টিফিকেটও দিয়ে দিলেন পুর ও দমকল কর্তারা। এখন অমিত বিক্রমে চলছে বিজেপির মঞ্চ বাধার কাজ। অর্থাত্   ম্যাচের  থার্ড সেটে আর মাঠেই নামল না সরকার পক্ষ! এক কথায় রণে ভঙ্গ।

 

Read More