Home> কলকাতা
Advertisement

প্রধানমন্ত্রীর 'পোশাক' মন্তব্যকে কটাক্ষ মমতার

মঙ্গলবার যাদবপুরের মঞ্চ থেকে চড়া সুরে মমতার কটাক্ষ, "কোনদিন বলবে তুমি সাদা চটি পরছ কেন, গেরুয়া চটি বানিয়ে দিচ্ছি পরো"।

প্রধানমন্ত্রীর 'পোশাক' মন্তব্যকে কটাক্ষ মমতার

নিজস্ব প্রতিবেদন: "পোশাক দেখেই নাকি বোঝা যায় কারা আন্দোলন করছে। আমি একটা পোশাক পরে আছি, দেখুন তো চিনতে পারছেন কিনা।" এ ভাবেই প্রধানমন্ত্রীর পোষাক মন্তব্যের পাল্টা উত্তর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। CAA বিক্ষোভ ঘিরে যখন উত্তাল গোটা দেশ, তখনই গত সোমবার ঝাড়খণ্ডের দুমকায় মোদী বলেন, "টিভির ছবিতে পোশাক দেখেই চেনা যাচ্ছে কারা অশান্তি করছেন"। আর এই প্রসঙ্গেই নাম না করে মোদীকে নিশানায় বিঁধলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার যাদবপুরের মঞ্চ থেকে চড়া সুরে মমতার কটাক্ষ, "কোনদিন বলবে তুমি সাদা চটি পরছ কেন, গেরুয়া চটি বানিয়ে দিচ্ছি পরো"।

নাগরিকত্ব সংশোধনী আইন ও NRC-র প্রতিবাদে দ্বিতীয় দিন কলকাতার রাজপথে নেমে কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়ে মমতা বলেন, "আমি জানি না পোশাক দেখে কী করে বোঝা যায় যে কারা আন্দোলন করছে। যাদবপুরে মিছিল শুরুর আগে মঙ্গলবার তৃণমূল সুপ্রিমো বলেন, "মাথায় টুপি দেখলেই মনে হয় ওরাই শুধু এF পোশাক পরে আর কেউ পরে না। পাঞ্জাবি ভাই-বোনেরা মাথায় পাগড়ি লাগায় না? খ্রিষ্টান ভাই-বোনেরা সাদা পোশাক পরে না? পোশাক যার যার নিজের মতো, খাবারও যার যার নিজের।"

Read More