রণয় তেওয়ারি: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস? অভিযোগ পেয়েই তত্পর পুলিস। গ্রেফতার অভিযুক্ত। ধৃতকে ৩০ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল পুলিস। কলকাতার মানিকতলায় থানা এলাকার ঘটনা।
পুলিস সূত্রে খবর, অভিযুক্তের নাম জয়ন্ত দাস। বাড়ি, বিরাটিতে। তাঁর বিরুদ্ধে মানিকতলা থানায় অভিযোগ দায়ের করেন এক তরুণী। তাঁর দাবি, জয়ন্তের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীর সঙ্গে সহবাসও করেন ওই যুবক। অভিযোগকারী এখন অন্তঃস্বত্ত্বা। কিন্তু বিয়ে রাজি নন জয়ন্ত।
ওই তরুণীর দাবি, জয়ন্ত যখন বিয়ে করতে অস্বীকার করেন, তখন বুঝতে পারেন যে, প্রতারিত হয়েছেন। এরপরই মানিকতলা থানায় অভিযোগ দায়ের করেন তিনি। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৯ ধারায় মামলা রুজু করেছে পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)