ওয়েব ডেস্ক : বারবার সাবধান করার পরও ছবিটা পাল্টায়নি আজও। তাই ফের রাতের শহরে দেখল দুর্ঘটনা। বেপরোয়া গতির বলি যুবক। নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা মারল বাইকের। ঘটনাস্থলেই মৃত্যু বাইক আরোহীর। কাঁকুড়গাছি মোড়ের কাছে গতকাল রাতে ঘটনা ঘটেছে।
আরও পড়ুন- ক্লাস নাইনের ছাত্রীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে
জানা গেছে, গতকাল রাতে নারকেলডাঙার বাসিন্দা রাজ দাস সহ আরও তিন বন্ধু বাইকে ঘুরতে বেরোয়। কাঁকুড়গাছির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা মারে রাজের বাইক। মাথায় গুরুতর চোট পান ওই যুবক। গুরুতর জখম অবস্থায় তাকে NRS মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।