ওয়েব ডেস্ক: বাড়ির মধ্যে নোংরা জমিয়ে রাখা নেশা। সার্ভেপার্কের সুব্রত দালালের এই নেশার দৌলতে অতিষ্ঠ গোটা পাড়া। বাড়িতে বৃদ্ধ মায়ের সঙ্গে থাকেন সুব্রত দালাল। রাস্তাঘাটে যেখানে যে আবর্জনা পড়ে থাকে বাড়িতে এসে জমা করেন। জমতে জমতে বাড়ি এখন আস্তাকুঁড়। পাড়ার লোক আবর্জনা পরিষ্কার করার কথা বহুবার বললেও বললেও কোনও কাজ হয়নি। অবশেষে পুলিসের দ্বারস্থ হন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন সন্দেহভাজন IS জঙ্গি মুসাকে আজ জেরা করবেন বাংলাদেশের গোয়েন্দারা
গতকাল রাতে সুব্রত দালালের বাড়িতে পুলিস যায়। সুব্রত দালালকে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত আবর্জনা পরিষ্কার করার। আজ দুপুরের মধ্যে আবর্জনা পরিষ্কার না হলে পুরসভার সহযোগিতায় সমস্ত আবর্জনা পরিষ্কার করা হবে বলে আশ্বাস দিয়েছে স্থানীয় সন্তোষপুর থানার পুলিস।
আরও পড়ুন পার্কস্ট্রিট খুনে চাঞ্চল্যকর তথ্য, হোটেলের রুমের মধ্যে খুন করা হয় মহিলাকে