Home> কলকাতা
Advertisement

Kasba Law College Incident: গলায় আঁ*চ*ড়, গো*পা*না*ঙ্গে...কসবা নির্যা*তি*তার ডাক্তারি পরীক্ষায় মিলল ভয়ানক...

আইন কলেজে 'গণধর্ষণ'! কসবাকাণ্ডে তোলপাড় গোটা রাজ্য়। ক্য়ালকাটা মেডিক্যাল কলেজে মেডিক্যাল পরীক্ষা হল নির্যাতিতা। যৌনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। গলায় নখে আঁচড়ও। সূত্রের খবর তেমনই।

Kasba Law College Incident: গলায় আঁ*চ*ড়, গো*পা*না*ঙ্গে...কসবা নির্যা*তি*তার ডাক্তারি পরীক্ষায় মিলল ভয়ানক...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: আইন কলেজে 'গণধর্ষণ'! কসবাকাণ্ডে তোলপাড় গোটা রাজ্য়। ক্য়ালকাটা মেডিক্যাল কলেজে মেডিক্যাল পরীক্ষা হল নির্যাতিতা। যৌনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। গলায় নখে আঁচড়ও। সূত্রের খবর তেমনই।

আরও পড়ুন: Kolkata Law college gang rape case: ছেলে নেতা হতেই যোগাযোগ রাখেননি! পুলিসের চিঠিতে মনোজিতের 'ধর্ষণ-কীর্তি' জেনে স্তব্ধ বাবা...

আরজি কর কাণ্ডে বছর ঘুরতে না ঘুরতে ফের কলকাতায় 'গণধর্ষণ'! এবার দক্ষিণ কলকাতায় একটি ল'কলেজে। পুলিসেক জালে মূল অভিযুক্ত  মনোজিত্‍ মিশ্র। ওই ল'কলেজেরই প্রাক্তন ছাত্র সে। আবার  ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্তও। বাকি দুই অভিযুক্ত হল জইব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায়। তাঁদেরকেও গ্রেফতার করেছে পুলিস।

অভিযোগ,  প্রথমে কলেজের ইউনিয়ন রুমের বাইরে প্রাথমিকভাবে নির্যাতন করা হয়। পরে কলেজের গার্ড রুমে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। সূত্রের খবর, অভিযুক্ত গার্ডকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে রুম থেকে বের করে দেয়। তারপর সেই রুমের মধ্যে ধর্ষণ করা হয়। বাকি দুজন সাহায‍্য করে, বাইরে পাহারা দিয়ে দাঁড়িয়ে ছিল। মেয়েটি যাতে বেরোতে না পারে তার জন্য মূল গেট কলেজের মূল গেট বন্ধ করে দেওয়া হয়। মেয়েটির অভিযোগ পত্রের ছত্রে ছত্রে হাড়হিম করা নির্যাতনের অভিযোগ।

বর্বরদের পায়ে ধরে কাকুতি মিনতি করলেও তার কথায় কোনও কর্ণপাত করেনি বলে অভিযোগ। এমনকি ঘটনার পর নির্যাতিতাকে প্রেম ও বিয়ের প্রস্তাব মনোজিত্‍। ধর্ষণের পর নির্যাতিতাকে হকি স্টিক দিয়ে মারা হয় বলে অভিযোগ। এবং এবং তাকে হুমকি দেওয়া হয় যে ঘটনার পর কাউকে বললে তার বাবা-মাকে মিথ্যে কেসে ফাঁসিয়ে দেবে। এবং তার প্রেমিককে খুন করিয়ে দেবে। শুধু ধর্ষণেরই মূহুর্তে ভিডিয়ো তুলে রাখে মূল অভিযুক্ত। কারোর কাছে মুখ খুললে খুন করে দেওয়া হবে এবং ভিডিয়ো ভাইরাল করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। শুধু তাই নয়, নির্যাতিতা তার অভিযোগে আরও জানিয়েছেন যে তাকে হকি স্টিক দিয়ে মারা হয়।   

আরও পড়ুন: Kasba Incident: ছাত্রনেতার দাদাগিরি! লালসা মিটিয়ে হকিস্টিকের মার নির্যাতিতাকে, প্রেমিককে খুনের হুমকি...বাবা-মাকেও...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More