Home> কলকাতা
Advertisement

অফিস টাইমে মেট্রোয় চড়লে দিতে হবে বাড়তি ভাড়া

অফিস টাইমে মেট্রোয় চড়লে বাড়তি ভাড়া। সকাল-দুপুর-রাতে চড়লে কম ভাড়া। রেল বোর্ডকে এমনই প্রস্তাব দিচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ। আজ মেট্রো রেলের জেনারেল ম্যানেজার এ কে  কাপুর একথা জানিয়েছেন। অফিস টাইমের সংজ্ঞা নির্ধারণের জন্য এখন মেট্রোর অফিসাররা কাজ করছেন। সকালের কোন সময় থেকে কোন সময় পর্যন্ত ভিড় সবচেয়ে বেশি, তা খতিয়ে দেখা হচ্ছে । একইভাবে সন্ধ্যের কোন সময় থেকে কোন সময় অফিস ফেরতা যাত্রীদের ভিড় সবথেকে বেশি, খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে তাও। খতিয়ে দেখা হচ্ছে কোন সময়ে চাহিদা এবং রোজগার সবচেয়ে বেশি। অফিস টাইমের সংজ্ঞা নির্ধারণ হয়ে গেলেই চূড়ান্ত প্রস্তাব রেল বোর্ডকে পাঠিয়ে দেওয়া হবে।

অফিস টাইমে মেট্রোয় চড়লে দিতে হবে বাড়তি ভাড়া

ওয়েব ডেস্ক: অফিস টাইমে মেট্রোয় চড়লে বাড়তি ভাড়া। সকাল-দুপুর-রাতে চড়লে কম ভাড়া। রেল বোর্ডকে এমনই প্রস্তাব দিচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ। আজ মেট্রো রেলের জেনারেল ম্যানেজার এ কে  কাপুর একথা জানিয়েছেন। অফিস টাইমের সংজ্ঞা নির্ধারণের জন্য এখন মেট্রোর অফিসাররা কাজ করছেন। সকালের কোন সময় থেকে কোন সময় পর্যন্ত ভিড় সবচেয়ে বেশি, তা খতিয়ে দেখা হচ্ছে । একইভাবে সন্ধ্যের কোন সময় থেকে কোন সময় অফিস ফেরতা যাত্রীদের ভিড় সবথেকে বেশি, খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে তাও। খতিয়ে দেখা হচ্ছে কোন সময়ে চাহিদা এবং রোজগার সবচেয়ে বেশি। অফিস টাইমের সংজ্ঞা নির্ধারণ হয়ে গেলেই চূড়ান্ত প্রস্তাব রেল বোর্ডকে পাঠিয়ে দেওয়া হবে।

 

Read More