ওয়েব ডেস্ক: এক মহিলা ও তাঁর মেয়েকে মারধরের অভিযোগ বেপরোয়া যুবকদের। চলন্ত বাসে তাঁদের রীতিমতো ছুড়ে ফেলে দেওয়া হয় বলে জানা গিয়েছে।
চলন্ত বাসে দুষ্কৃতীদের তাণ্ডব। গতকাল রাতে এই ঘটনাটি হয় দেশপ্রিয় পার্ক এলাকায়। 3C বাই ওয়ান রুটের বাসে উঠে পড়ে আট-দশজন যুবক। নিজেদের মধ্যেই মারামারি শুরু করে দেয় তারা। অভিযোগ এরপরেই কন্ডাক্টরের উপর চড়াও হয় তারা। ব্যাগ ছিনিয়ে নিতে যায়। তখনই প্রতিবাদ করেন ওই মহিলার ও তাঁর মেয়ে। তখন তাঁদেরও মারধর করে ওই যুবকরা। সঙ্গে হুমকি, গালিগালাজ। রাসবিহারী মোড়ের কাছে বাস থেকে নেমে চম্পট দেয় দুষ্কৃতীরা।