জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কালীগঞ্জ কাণ্ডে পদক্ষেপ তৃণমূলের। 'দলকে না জানিয়ে অযাচিত', শোকজের মুখে পড়লেন পশ্চিম মেদিনীপুরের ডেববার বিধায়ক, প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবীর। ৩ দিনের মধ্যে তাঁকে কারণ দর্শানোর নির্দেশ দিল দল।
আরও পড়ুন: Kaliganj Tamanna murder:'ওঁর জেতার উত্সবেই আমার মেয়ে চলে গেল তবু নতুন MLA-এর আসার সময় হল না!'
দলের বিধায়ক হুমায়ুনকে শোকজের চিঠি পাঠিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। চিঠিতে উল্লেখ, 'নদীয়ার কালীগঞ্জে সদ্য সমাপ্ত উপনির্বাচন উপলক্ষে একটি নিদারুণ ঘটনা ঘটে গিয়েছে। অত্যন্ত সংবেদনশীল এই দুঃখজনক ঘটনায় পার্টির সর্বোচ্চ নেতৃত্ব বিশেষভাবে অবগত আছেন এবং প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নিচ্ছেন। এই ব্যাপারে গত ২৫ জুন ২০২৫ তারিখে দলের অনুমতি ছাড়াই আপনার অযাচিত হস্তক্ষেপ আমাদের দলের ভাবমূর্তিকে যারপারনাই আঘাত করেছে। দলীয় শৃঙ্খলাভঙ্গের এই আচরণের জন্য আপনাকে আগামী ৩ দিনের মধ্যে কারণ দর্শনোর নির্দেশ দেওয়া হচ্ছে'।
কালীগঞ্জে ফের ঘাসফুলই ফুটেছে। গত ১৯ জুন ছিল উপনির্বাচন। আর ভোট গণনা ও ফলপ্রকাশ হল সোমবার ২৩ জুন। সেদিন গণনা শেষ হওয়ার আগেই অবশ্য বিজয় মিছিল শুরু হয়ে যায় তৃণমূলের। অভিযোগ, সেই মিছিল থেকে স্থানীয় সিপিএম কর্মীদের বাড়িতে বোমা ছোঁড়া হয়। বোমার আঘাতে মৃত্যুর হয় বছর দশেকের কিশোরী তমান্না শেখের।
বুধবার তামান্নাদের বাড়িতে যান ডেববার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। পরিবারের লোকের সঙ্গে কথা বলেন। এমনকী, মায়ের হাতে একটি হলুদ খাম তুলে দিতে যান তিনি। বলেন, খামে কিছু টাকা আছে। এরপর রীতিমতো ফুঁসে ওঠেন তমান্নার মা সাবিনা। টাকা প্রত্যাখান করেন তিনি।
আরও পড়ুন: Mamata Banerjee: ভোটার লিস্টের ফর্মে 'ঘাপলা'! 'বিহার বাহানা, আসল টার্গেট বাংলা', বললেন মমতা..
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)