Home> কলকাতা
Advertisement

মন্দিরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে খুন!

  মন্দিরের প্রণামীর বাক্স ভাঙা। আর তার পাশেই পড়ে রয়েছে যুবকের মৃতদেহ। এরকমই ঘটনা এবার ঘটল বেহালাতে। বেহালায় চোর সন্দেহে অজ্ঞাতপরিচয় যুবককে পিটিয়ে মারার অভিযোগ। সাঁতরাপাড়ায় রাস্তার ধারে মেলে যুবকের দেহ। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে টাকা, চেন ও ছেনি-হাতুড়ি। ঘটনাস্থলের কাছেই এক মন্দিরের প্রণামীর বাক্স ভাঙা অবস্থায় মেলে।

মন্দিরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে খুন!

ওয়েব ডেস্ক:  মন্দিরের প্রণামীর বাক্স ভাঙা। আর তার পাশেই পড়ে রয়েছে যুবকের মৃতদেহ। এরকমই ঘটনা এবার ঘটল বেহালাতে। বেহালায় চোর সন্দেহে অজ্ঞাতপরিচয় যুবককে পিটিয়ে মারার অভিযোগ। সাঁতরাপাড়ায় রাস্তার ধারে মেলে যুবকের দেহ। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে টাকা, চেন ও ছেনি-হাতুড়ি। ঘটনাস্থলের কাছেই এক মন্দিরের প্রণামীর বাক্স ভাঙা অবস্থায় মেলে।

আরও পড়ুন চার বছর পর অবশেষে ধরা পড়ল পার্ক স্ট্রিট ধর্ষণ-কাণ্ডে মূল অভিযুক্ত কাদের খান

সন্দেহ করা হচ্ছে মন্দিরে চুরির অভিযোগেই যুবককে পিটিয়ে খুন করা হয়েছে। কে বা কারা এই ঘটনায় জড়িত তা এখনও স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করেছে। সবকিছুই খতিয়ে দেখছেন তাঁরা। খুব শীঘ্রই আসল কারণ জানা যাবে, দাবি তাঁদের।

আরও পড়ুন  শহিদদের জন্য তোলা টাকা, ওড়ানো হল শিল্পীদের সামনে!

Read More