Home> কলকাতা
Advertisement

নলবনে খুন মত্‍সদফতরের কর্মী

নলবনে মত্‍সদফতরের এক কর্মীকে পিটিয়ে খুন করল একদল দুষ্কৃতী।

নলবনে খুন মত্‍সদফতরের কর্মী

ওয়েব ডেস্ক: নলবনে মত্‍সদফতরের এক কর্মীকে পিটিয়ে খুন করল একদল দুষ্কৃতী।

গত সন্ধেয় নলবনের ভেতর ঢুকে পড়ে আট-দশজন যুবক। দায়িত্বে থাকা চারজন সিকিউরিটি গার্ডকে মারধর করে বের করে দেয় তারা। এরপরই তারা চলে যায় নলবনের ভেতরে থাকা মত্‍স দফতরের অফিসে। সেখানে তখন ছিলেন ওই দফতরের কর্মী গোপাল বর। তাঁকে বাশ দিয়ে বেধড়ক মারধর করে জঙ্গলে ফেলে দিয়ে যায় ওই দুষ্কৃতীরা। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌছয়। রাত সাড়ে আটটা নাগাদ পুলিস জঙ্গল থেকে গোপাল বরের দেহ উদ্ধার করে। ওই দুষ্কৃতীরা কারা এবং কেনই বা তারা গোপাল বরকে খুন করল তা নিয়ে এখনও ধন্দে পুলিস।

Read More