Home> কলকাতা
Advertisement

Kunal Ghosh On Sudip Banerjee: সুদীপ বন্দ্যোপাধ্যায় কি অসুস্থ? 'কুণালদার কাছে....', এবার মুখ খুললেন নয়না

Kunal Ghosh On Sudip Banerjee:  'তথ্যটা আমার কাছে সঠিক আছে। ওনার স্ত্রীর কাছে সঠিক নেই'। 

Kunal Ghosh On Sudip Banerjee:  সুদীপ বন্দ্যোপাধ্যায় কি অসুস্থ? 'কুণালদার কাছে....', এবার মুখ খুললেন নয়না

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: সাংসদ সুদীপ বন্দ্য়োপাধ্যায় কি অসুস্থ? দলের নেতা কুণাল ঘোষের দাবি খারিজ করে দিলেন সুদীপ জায়া নয়না বন্দ্যোপাধ্য়ায়। জোর তরজা শাসকদলের অন্দরে। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

ঘটনার সূত্রপাত আজ, রবিবার সকালে। ফেসবুকে পোস্টে সুদীপের 'দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য়' কামনা করেন কুণাল। লেখেন, 'সাংসদ, তৃণমূলের লোকসভার দলনেতা, উত্তর কলকাতার সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করি। পুরো সুস্থ হয়ে যান সুদীপদা। তাঁর অসুস্থতার সময় পাশে আছি আমরা সবাই'।

এদিকে ততক্ষণে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। ফের ফেসবুকে পোস্ট দেন কুণাল। এবার লেখেন, 'আমি সকালে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করে লিখেছিলাম ওঁর পাশে আছি। পুরো সুস্থ হয়ে উঠুন। তারপর দুচারটে ছাগল বলতে ব্যস্ত উনি সুস্থ, বাড়িতে, খোশমেজাজে। আরে, অসুস্থ হলে কি হাসপাতালেই থাকতে হবে? বা বাড়িতে চোখ উল্টে শুয়ে থাকতে হয়??? আজব তো। সুদীপদা অসুস্থ। চিকিৎসা চলছে। যথেষ্ট চাপের। বিস্তারিত লেখাবেন না'। 

এদিকে সাংসদ পত্নী নয়না বন্দ্যোপাধ্যায়ের পাল্টা দাবি, 'আরে ঠিকই আছে। খারাপ হলে খারাপ। আমি বলছি তো কুণালদার কাছে ভুল তথ্য আছে'। সাংবাদিক সম্মেলনে কুণাল আবার বলেন,  'তথ্যটা আমার কাছে সঠিক আছে। ওনার স্ত্রীর কাছে সঠিক নেই। আমি বলছি, সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ, মানে সুদীপ বন্দ্য়োপাধ্যায় অসুস্থ।  আমি বলছি, সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ, মানে সুদীপ বন্দ্য়োপাধ্যায় অসুস্থ।  অসুস্থ হওয়া কোনও দোষের নয়। অনুগামী নেতাকে সুস্থ দেখাতে দিয়ে অসুস্থ রোগটাকে নিয়ে রাস্তা ঘুরিয়ে মারে। এটার কোনও দরকার নেই। এই করতে গিয়ে সাধন পাণ্ডে মারা গিয়েছিলেন'।

আরও পড়ুন: BJP State President: বঙ্গ বিজেপির সভাপতি বদল, ইঙ্গিত খোদ সুকান্তর মুখেই

আরও পড়ুন:  Behala School Robbery: খাস কলকাতায় স্কুলে দুঃসাহসিক চুরি! গেটের তালা ভেঙে...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More