Home> কলকাতা
Advertisement

১লা এপ্রিল থেকে কলকাতা পুর এলাকায় নতুন সম্পত্তি কর ব্যবস্থা

১লা এপ্রিল থেকে কলকাতা পুর এলাকায় চালু হচ্ছে নতুন সম্পত্তি কর ব্যবস্থা। নতুন ব্যবস্থায় চালু হবে এলাকাভিত্তিক কর। এতে এলাকার বৈশিষ্ট্য অনুযায়ী করের হার ধার্য করা হবে। এই ব্যবস্থায় নাগরিকেরা নিজেরাই নিজেদের সম্পত্তি করের হিসাব কষতে পারবেন এবং সেই কর জমা দিতে পারবেন। কর আদায়ে ইনস্পেক্টররাজ শেষ করতেই নতুন কর ব্যবস্থা চালুর উদ্যোগ পুরসভার।

১লা এপ্রিল থেকে কলকাতা পুর এলাকায় নতুন সম্পত্তি কর ব্যবস্থা

ওয়েব ডেস্ক: ১লা এপ্রিল থেকে কলকাতা পুর এলাকায় চালু হচ্ছে নতুন সম্পত্তি কর ব্যবস্থা। নতুন ব্যবস্থায় চালু হবে এলাকাভিত্তিক কর। এতে এলাকার বৈশিষ্ট্য অনুযায়ী করের হার ধার্য করা হবে। এই ব্যবস্থায় নাগরিকেরা নিজেরাই নিজেদের সম্পত্তি করের হিসাব কষতে পারবেন এবং সেই কর জমা দিতে পারবেন। কর আদায়ে ইনস্পেক্টররাজ শেষ করতেই নতুন কর ব্যবস্থা চালুর উদ্যোগ পুরসভার।

আরও পড়ুন- রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্রের পদত্যাগ

এদিকে, গড়িয়ায় বাড়ির মধ্যেই থেঁতলে কিশোরী খুনের ঘটনায়, ধরপাকড় জারি। ইতিমধ্যে গ্রেফতার মূল অভিযুক্ত অমিত রায় ওরফে ছোট্ট। মদ খেয়ে এলাকায় তাণ্ডবই হোক, বা সমাজবিরোধী কাজকর্মে জড়িত থাকা।  স্থানীয় এই দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ একাধিক। এঘটনায় অমিত ছাড়াও আরও ছ'জনকে আটক করেছে পুলিস।

আরও পড়ুন- দমদমে প্রৌঢ়কে শ্বাসরোধ করে খুন

Read More