Home> কলকাতা
Advertisement

আবর্জনার স্তূপ থেকে উদ্ধার সদ্যোজাত শিশুকন্যা

ভোরবেলা থেকেই বাচ্চার কান্নার শব্দ শোনা যাচ্ছিল। কিন্তু কোথাও কোনও বাচ্চাকে দেখা যাচ্ছিল না। কান্নার আওয়াজ ধরে ভোর থেকেই শুরু করেন আশেপাশের লোকজন। এরপরেই আবর্জনার স্তূপ থেকে পাওয়া গেল সদ্যোজাত একটি শিশুকন্যাকে।

আবর্জনার স্তূপ থেকে উদ্ধার সদ্যোজাত শিশুকন্যা

ওয়েব ডেস্ক: ভোরবেলা থেকেই বাচ্চার কান্নার শব্দ শোনা যাচ্ছিল। কিন্তু কোথাও কোনও বাচ্চাকে দেখা যাচ্ছিল না। কান্নার আওয়াজ ধরে ভোর থেকেই শুরু করেন আশেপাশের লোকজন। এরপরেই আবর্জনার স্তূপ থেকে পাওয়া গেল সদ্যোজাত একটি শিশুকন্যাকে।

ভোর থেকেই রোজা শুরু। তার ঠিক আগেই আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হল সদ্যোজাত শিশুকন্যা। নাম রাখা হল রোজা। সিক্স সি ও সিক্স বি কুষ্ঠিয়া রোডের মাঝে একটি সরু গলি। আবর্জনার স্তূপ থেকে কান্নার শব্দ শুনতে পেয়ে ছুটে যান এলাকার একটি ক্লাবের কয়েকজন তরুণ। উদ্ধার করা হয় ওই সদ্যোজাত শিশুকন্যাকে। চিত্তরঞ্জন সেবাসদনে SNCU-তে ভর্তি করা হয় শিশুকন্যাটিকে। খবর দেওয়া হয় তিলজলা থানায়ও। শিশুটির পরিবারকে খুঁজছে পুলিস।

Read More