Home> কলকাতা
Advertisement

Mamata Banerjee: 'বেকারত্ব কমেছে, বেড়েছে জীবনের মান', নীতি আয়োগের রিপোর্টেই বাংলায় উন্নয়নের স্বীকৃতি দেখছেন মমতা!

 Mamata Banerjee: গত ২৪ মে দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে নীতি আয়োগের দশম বৈঠক।  এবার বৈঠকে যোগ দেন না মুখ্যমন্ত্রী।  নীতি আয়োগের রিপোর্টে প্রকাশ করে তিনি বলেন,  'এই সাফল্য় সবাইকে নিয়ে দীর্ঘমেয়াদির উন্নয়নের প্রতি পশ্চিমবঙ্গের দায়বদ্ধতারই প্রমাণ'।

 Mamata Banerjee:  'বেকারত্ব কমেছে, বেড়েছে জীবনের মান', নীতি আয়োগের রিপোর্টেই বাংলায় উন্নয়নের স্বীকৃতি দেখছেন মমতা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যে নীতি আয়োগের বৈঠকে গরহাজির ছিলেন মুখ্যমন্ত্রী, সেই নীতি আয়োগই এবার পশ্চিমবঙ্গের আর্থসামাজিক উন্নয়নকে স্বীকৃতি দিয়েছে। এক্স হ্যান্ডেল পোস্টে রিপোর্ট কার্ড প্রকাশ করলেন খোদ মমতা বন্দ্য়োপাধ্যায়।

আরও পড়ুন:  SSC Scam: অবশেষে মিলল অনুমতি, নবান্নের পথে চাকরিহারাদের প্রতিনিধিদল...

এক্স হ্য়ান্ডেল পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'খুশি সঙ্গে জানাচ্ছি যে, নীতি আয়োগ বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থসামাজিক সূচকে পশ্চিমবঙ্গের সাফল্যকে স্বীকৃতি দিয়েছে— যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল কর্মসংস্থান'।

গত ২৪ মে দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে নীতি আয়োগের দশম বৈঠক। বৈঠকে যখন যোগ দিয়েছিলেন দেশের প্রায় সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রশাসকরা, তখন ব্যতিক্রম ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। নীতি আয়োগের রিপোর্টে উল্লেখ, ২০২২–২৩ সালে পশ্চিমবঙ্গের বার্ষিক বেকারত্বের হার ছিল মাত্র ২.২%, যা ভারতের জাতীয় গড় ৩.২%-এর তুলনায় প্রায় ৩০% কম। মুখ্যমন্ত্রী কথায়, 'এই সাফল্য় সবাইকে নিয়ে দীর্ঘমেয়াদির উন্নয়নের প্রতি পশ্চিমবঙ্গের দায়বদ্ধতারই প্রমাণ'।

 

এর আগে, গত বছরের জুলাইয়ে নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছিলেন মমতা। কিন্তু শেষপর্যন্ত 'বলতে দেওয়া হয়নি' বলে বৈঠক থেকে ওয়াকআউট করেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ করেছিলেন, 'আমাকে বলতে দেওয়া হয়নি। আমার বলার সময় থামিয়ে দেওয়া হয়। আমি বলতে শুরু করার ৫ মিনিটের মধ্যে আমার মাইক বন্ধ করে দেওয়া হয়। এটা অপমানজনক'।

মমতা বলেছিলেন, 'এনডিএ শরিকদের বলতে বেশি সময় দেওয়া হয়। চন্দ্রবাবু নাইডুকে ২০ মিনিট বলতে দেওয়া হয়। অথচ আমি বঞ্চনার কথা বলতেই থামিয়ে দেওয়া হয়। বলতে শুরু করার ৫ মিনিট পরই মাইক বন্ধ করে দেওয়া হয়। এটা অপমানজনক। আমি চললাম। প্রধানমন্ত্রীকে বলেছি বৈষম্য করা উচিত নয়।" মমতা আরও জানান, "রাজ্যগুলির স্বার্থে আমি এসেছিলাম। একা। বিরোধীদের কেউ আসেনি। সব বিরোধীদলের হয়ে কথা বলেছি।" এদিন নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের নবম বৈঠকে যোগ দেয়নি কংগ্রেস, আপ, ডিএমকে'।

আরও পড়ুন:  Purple Line Metro News: শহরের মেট্রোযাত্রীদের জন্য দারুণ সুখবর! সোমবার থেকে বাড়ছে মেট্রো-সংখ্যা! কোন লাইনে, জানেন?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More