Home> কলকাতা
Advertisement

সময় পেরিয়ে গেলেও মনিরুলের বিরুদ্ধে হলফনামা জমা দিল না রাজ্য

ওয়েব ডেস্ক: নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও বিধায়ক মনিরুল

সময় পেরিয়ে গেলেও মনিরুলের বিরুদ্ধে হলফনামা জমা দিল না রাজ্য

ওয়েব ডেস্ক: নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে খুনের মামলায় হলফনামা জমা দিল না রাজ্য সরকার। বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে মামলাটি চলাকালীন গত মাসে একাধিক প্রশ্ন তোলেন নিহতদের মা জারিনা বিবির আইনজীবী সুব্রত মুখার্জী।

প্রশ্ন ওঠে, জবানবন্দিতে জারিনা বিবি মনিরুলের নাম উল্লেখ করছিলেন। কিন্তু তার পরও কেন চার্জশিটে নাম নেই ওই বিধায়কের? কেনই বা ওই খুনের মামলার সিবি আই তদন্ত হবে না?

এই প্রশ্নের ব্যাখ্যাই হলফনামায় দেওয়ার কথা রাজ্যসরকারের। পয়লা অগাস্ট শুক্রবার হলফনামা জমা দেওয়ার দিন ছিল । কিন্তু সেই হলফনামা জমা পড়েনি। জারিনা বিবির আইনজীবীর আশঙ্কা, মামলায় দেরি করাতেই এমন আচরণ করছে রাজ্য। 

Read More