নিজস্ব প্রতিবেদন: টালা ব্রিজ মেরামতির জের। বৃহস্পতিবার থেকে উত্তর কলকাতা ও উত্তর শহরতলির ট্রাফিক রুটে রদবদল হচ্ছে। টালা ব্রিজ ও তার সংলগ্ন রাস্তা ব্যবহার করত এমন ৪১টি বাসরুট এবার নতুন পরিবর্তিত পথে যাতায়াত করবে। ইতিমধ্যেই রাজ্য পরিবহণ দফতর এবং বারাকপুর কমিশনারেটের সঙ্গে বেসরকারি যাত্রী পরিবহন মালিক সংগঠনের বৈঠকে এই নতুন রাস্তা নির্ধারিত হযেছে। রইল ট্রাফিক রুট ডাইভারশন।
দক্ষিণমুখী অর্থাৎ বারাকপুরের দিক থেকে কলকাতাগামী সমস্ত গাড়ি সারাদিন এই ওয়ানওয়ে রাস্তায় দিয়ে যাতায়াত করবে। বি টি রোড-চিড়িয়া মোড়-দমদম ৭ ট্যাঙ্ক-নর্দার্ন অ্যাভিনিউ-পাইকপাড়া-মিল্ক কলোনি-বেলগাছিয়া সেতু বা বি টি রোড-চিড়িয়া মোড়- খগেন চ্যাটার্জি রোড-কাশিপুর রোড-চিত্পুর ব্রিজ-বি কে পাল এভিনিউ-মহাত্মা গান্ধী রোড- হাওড়া স্টেশন।
একই ভাবে উত্তর মুখী অর্থাৎ বারাকপুর মুখী যানবাহন সারাদিন যে ওয়ানওয়ে রাস্তা ব্যবহার করবে তা হল-শিয়ালদা -এ পি সি রোড-বিধান সরণী-শ্যামবাজার-ভূপেন বোস এভিনিউ-রাজবল্লভ পাড়া রোড-লক গেট ব্রিজ- চুনিবাবু বাজার-চিড়িয়া মোড়- বি টি রোড।
মোট ৪১টির মধ্যে ৩৮টি বাস ২তারিখ থেকে এই পরিবর্তিত রুট দিয়ে যাতায়াত করবে। সেগুলি হল 30B/1, 30 C, 30 D, 32 A, 34 B, 34 C, 43, 43/1, 47 B, S 159, S 158, S 180, S 181, S 185, S 190, 234/1, 242, K 4, KB 16, S 168, 219, 222, 227, 230, 234, 78, 78/1, 79 B, 93, 202, 214 A, 215/1, 3C/1, 3C/2, 30 A, 30 B, 3B, 3D, 3D/1, 234/1 এবং 219/1
৩টি রুট সম্পূর্ণ পাল্টে যাচ্ছে। 30A/1 এবার থেকে দমদম স্টেশন থেকে সাপুরজি পর্যন্ত যাবে। ২১৪ এবার থেকে গঙ্গানগর থেকে দক্ষিণেশ্বর হয়ে ধূলাগড় পর্যন্ত যাবে। 43/1 গ্যালিফ স্ট্রিট থেকে সাপুরজি পর্যন্ত যাবে।
নতুন ব্যবস্থায় উত্তরের মোট ৭টি দ্বিমুখী রাস্তা সারাদিনের জন্য একমুখী হতে চলেছে। এরফলে স্থানীয় ভাবে কোথাও অসুবিধা বা যাত্রী অসন্তোষ হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে আজ ডিসি সদরের সরেজমিনে খতিয়ে দেখবেন।