Home> কলকাতা
Advertisement

NRS-এ কুকুর হত্যালীলায় অপরাধ কবুল ২ ছাত্রীর

ইতিমধ্যেই সারমেয় হত্যাকাণ্ডে ময়নাতদন্তের রিপোর্টে পর্দাফাঁস  হয়েছে আসল সত্যের।

NRS-এ কুকুর হত্যালীলায় অপরাধ কবুল ২ ছাত্রীর

নিজস্ব প্রতিবেদন:   এনআরএস কুকুর-নিধনকাণ্ড। টানা জেরার মুখে ভেঙে পড়ল ২ ছাত্রী। পুলিসের দাবি, জেরায় নিজেদের অপরাধ স্বীকার করেছে তারা। মঙ্গলবার সকাল থেকেই এন্টালি থানার পুলিস ৩ ছাত্রী ও ২ কর্মীকে টানা জেরা করছিল। এদিন সকাল থেকে এন্টালি থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন পশুপ্রেমীরা।

সাইবার ‘যুদ্ধ’ মোকাবিলায় এবার ময়দানে সাইবার এজেন্সি

fallbacks

 

ইতিমধ্যেই সারমেয় হত্যাকাণ্ডে ময়নাতদন্তের রিপোর্টে পর্দাফাঁস  হয়েছে আসল সত্যের। রিপোর্ট বলছে,  ১৭টি কুকুরকেই পিটিয়ে মারা হয়েছে।  প্রত্যেক কুকুরছানার দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। রিপোর্টে রয়েছে আরও মর্মান্তিক তথ্য। ২ টি কুকুরছানার লিভার ফেটে গিয়েছে। বেদম মারে মাথার মাথার খুলি ফেটে গিয়েছে আরও ২টি কুকুরছানার।  বড় কুকুরটিরও মাথার খুলি ফেটে গিয়েছে। একাধিক আঘাত ও রক্তক্ষরণের জেরেই মৃত্যু হয়েছে। কোনও কুকুরের দেহেই বিষ পাওয়া যায়নি।

Read More