ওয়েব ডেস্ক: দিদি, যখন ম্যাডাম তখন তিনি কেমন? আমলা কুল প্রকাশ্যে মুখ খোলেন না। মুখ না খুলুক, সেই ম্যাডামের নির্দেশেই হোক কিম্বা দিদির আজ্ঞায়, গান গাইলেন আমলারা। সেই গান কিন্তু বুকে বাজল। লোক সংস্কৃতি উত্সবে রবীন্দ্র সদনে এক আমলা গাইলেন, একবার মনের মানুষকে ধরতে পারলে আর ছেড়ে যেতে দিও না। গাইলেন আরও অনেকে।
রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। এই চরম সত্যটা যে এভাবে আরও একবার প্রমাণিত হবে ভাবেনি বঙ্গের আমলাকূল। ফাইল ঢাকা জীবনে, সম্ভ্রমের রাখঢাকে এখন কোথায় হারিয়ে গেছে সেই ফেলে আসা স্কুল কলেজের সুর। কে জানত, উচ্চ শিক্ষা দপ্তরের মুখ্য সচিব গাইতে পারেন এমন করে।