Home> কলকাতা
Advertisement

Operation Ghost SIM: পাক যোগে কীভাবে চলত নেটওয়ার্ক? অপারেশন ঘোস্ট সিমে জালে আরও ২...

Operation Ghost SIM: রবিবার রাজস্থান পুলিস পৃথক অন্য একটি মামলাতে এক পাক চরকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধেও ভারতীয় সিমকার্ড পাকিস্তানিদের পাইয়ের দেওয়ার অভিযোগ রয়েছে।

Operation Ghost SIM: পাক যোগে কীভাবে চলত নেটওয়ার্ক? অপারেশন ঘোস্ট সিমে জালে আরও ২...

পিয়ালি মিত্র: অপরেশন ঘোষ্ট সিমে (Operation Ghost SIM) অভিযানে আরও দুজনকে গ্রেফতার করল অসম পুলিসের এসটিএফ। অসমের ধুবডি থেকে ফরোজ আলি ও হাফিজুর রহমান। এই নিয়ে এই মামলা অসম , রাজস্থান, তেলেঙ্গানাতে অভিযান চালিয়ে মোট ৭ জনকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করেছে পুলিস । উঠে এসেছে পাকিস্তান কানেকশন । 

আরও পড়ুন, Selfie with A Stolen Saree: দামি শাড়ি চুরি করে সেলফি! ঝলক আপডেটের নেশাই ধরিয়ে দিল কলকাতার কন্যাকে...

গজরাজ মিলিটারি ইন্টেলিজেন্স থেকে তথ্য পেয়ে তদন্ত শুরু করে অসম পুলিস। তদন্ত নেমে রাজস্থান, তেলেঙ্গানা, অসমে একযোগে অভিযান শুরু হয়। উদ্বার হয় প্রচুর প্রি অ‍্যাক্টিভেটেড সিম কার্ড। সেই সূত্রেই উঠে আসে পাকিস্তানের যোগ। বিভিন্ন অপরাধ মূলক কাজ থেকে চরবৃত্তির মতো কাজের জন‍্য পাকিস্তানের লোকেদের ওটিপি শেয়ার করতো ধৃতরা। অধিকাংশ ক্ষেত্রেই জাল নথি দিয়ে তোলা হয়েছিল জাল সিমকার্ড। 

কীভাবে চলতো সেই কাজ ? 

* তদন্তকারীদের দাবি, প্রি অ‍্যাক্টিভেডেট সিমের নম্বর পাকিস্তানের হ‍্যান্ডালারদের সঙ্গে শেয়ার করে দিত ধৃতরা 

* হোয়াটসঅ্যাপের  মতো অ‍্যাপ ব‍্যবহার করার জন্য সেই নম্বর ইউজ করতো পাকিস্তানীরা 

* হোয়াটসঅ্যাপ অ‍্যাক্টিভেট করার জন্য ওটিপি প্রয়োজন। সেই ওটিপি সিম জালিয়াতের কাছে আসতো। যেহেতু ফিজিক্যাল সিম তাদের কাছে রয়েছে। সেই ওটিপি পাকিস্তানের লোকের সঙ্গে শেয়ার করে দিত অভিযুক্তরা। সেই ওটিপি ব‍্যবহার করতেই অ‍্যাকটিভ হয়ে যেত হোয়াটসঅ্যাপ 

* ফলে পাকিস্তান বসা কোনো ব‍্যক্তি অনায়াসে ভারতীয় নম্বর ব্যবহার করে গুপ্তচরবৃত্তি বা অন‍্য কোনো অপরাধে ব‍্যবহার করতে । সাধারণ মানুষের পক্ষে যা বোঝা সম্ভব নয় 

অসম পুলিস সূত্রের খবর অপরেশ ঘোষ্ট সিমের বিরুদ্ধে লাগাতার অভিযান চলছে। আরও অনেকেই এর সঙ্গে জড়িয়ে বলে অনুমান। এখনো এমন কত সিম এই অভিযুক্তদের মাধ্যমে পাকিস্তানিদের হাতে পৌঁছে গিয়েছে তা জানার চেষ্টা চলেছে। 

আরও পড়ুন, Cyclone: মে মাসের শেষেই ঘুর্ণিঝড়! কবে কোথায় আছড়ে পড়বে? জেনে নিন...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More