Home> কলকাতা
Advertisement

TMC: অনুব্রত আর সভাপতি নন! বীরভূমে দায়িত্বে এবার কোর কমিটি, তৃণমূলে বড়সড় বদল..

TMC: বীরভূমের মতোই এবার কোর কমিটি উত্তর কলকাতাতেও।  জেলা সভাপতি পদ থেকে সরানো হল সাংসদ সুদীপ বন্দ্য়োপাধ্যায়কে। চেয়ারপার্সন হলেন তিনি।

TMC: অনুব্রত আর সভাপতি নন! বীরভূমে দায়িত্বে এবার কোর কমিটি, তৃণমূলে বড়সড় বদল..

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নজরে ছাব্বিশ। বীরভূমের রাজনীতিতে গুরুত্ব কমল অনুব্রত মণ্ডলের! জেলা সভাপতি নন, দায়িত্বে শুধুমাত্র কোর কমিটি। বস্তুত, বীরভূমের ধাঁচেই এবার কোর কমিটি উত্তর কলকাতাতেও। জেলা সভাপতি পদটি বিলুপ্ত করে সুদীপ বন্দ্যোপাধ্য়ায় করা হল চেয়ারপার্সন।

আরও পড়ুন: Dilip Ghosh on John Barla TMC Joining: 'দলকে বুঝতে হবে, কেন এমন হচ্ছে...', বড় কথা বলে দিলেন দিলীপ ঘোষ! বিজেপিতে ভাঙন...

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট।  তৃণমূলে কি রদবদল আসন্ন? জল্পনা চলছিলই। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পারফরম্য়ান্সের ভিত্তিতে জেলা সভাপতি পদে রদবদলের তালিকাও পাঠিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। এরপর চলতি বছরের ১০ ফেব্রুয়ারি তৃণমূল পরিষদীয় দলের সঙ্গে বৈঠক করেন মমতা। সূত্রের খবর, বৈঠকে যাঁরা নিজেদের বিধানসভা এলাকায় রদবদল চান, সেইসব বিধায়কদের ৩ জনের নাম জমা দেওয়ার নির্দেশ দেন তিনি। সময়সীমা ছিল ১৫ দিন।  অবশেষে সেই রদবদল ঘটে গেল। নয়া জেলা সভাপতিদের তালিকা প্রকাশ করে দিল তৃণমূল।

 

এদিকে গোরু পাচার মামলায় অনুব্রত তখন জেলে। লোকসভা ভোটের মুখে বীরভূমে বিধানসভা কেন্দ্র ভিত্তিক ৫ সদস্য়ের নয়া কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়।  সেই কমিটি প্রভাব বেশি অনুব্রত ঘনিষ্ঠদেরই। বস্তুত, কোর কমিটিতে বাদ পড়েছিলেন অনুব্রত বিরোধী হিসেবে পরিচিত কাজল শেখ। পরে অবশ্য তাঁকে কমিটিতে নেওয়া হয়। 

গত বছর পুজোর আগেই জামিন পান অনুব্রত। কিন্তু কেষ্ট গড়ে ফেরার পরেও বীরভূমের দলের কোর কমিটির উপরেই আস্থা রেখেছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তবে জেলা সভাপতি ছিলেন অনুব্রতই। সাংগঠনিক রদবদলের পর আর জেলা সভাপতি থাকলেন না তিনি। কোর কমিটিতে সদস্য করা হল তাঁকে। জেলার দায়িত্বে থাকবে শুধুমাত্র এই কোর কমিটিই।

আরও পড়ুন:  Bengal Weather Update: দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝড়ে লন্ডভন্ড হওয়ার আশঙ্কা উত্তরের ৫ জেলা...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More