Home> কলকাতা
Advertisement

করোনাবিধি লঙ্ঘন করে পার্ক হোটেলে রাতভর উইকেন্ড পার্টি, ৩৭ জনকে গ্রেফতার করল পুলিস

 সেই মুহূর্তে পুলিসের সঙ্গে ধাক্কাধাক্কি লেগে যায়। জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে ওই ব্যক্তিদের বিরুদ্ধে।

করোনাবিধি লঙ্ঘন করে পার্ক হোটেলে রাতভর উইকেন্ড পার্টি, ৩৭ জনকে গ্রেফতার করল পুলিস

নিজস্ব প্রতিবেদন: কোভিডবিধিকে উপেক্ষা করে রাতভর পার্কস্ট্রিটের পার্ক হোটেলে চলল উইকেন্ড পার্টি। শনিবার রাতে খবর পেতেই পার্ক স্ট্রিটের ওই পাঁচতারা হোটেলে হানা দেয় পুলিস। রাতভর চলে তল্লাশি। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়ে ৩৭ জনকে। ৩ জন আইপিএস-র নেতৃত্বে ৫০ জনের একটি দল  তল্লাশি অভিযান চালায়। 

ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় মার্সিডিজ-সহ দামি গাড়ি। পুলিস যখন তল্লাশি চালায়, তখন তাঁদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। বিপর্যয় মোকাবিলা আইনের পাশাপাশি সরকারি কর্মীর কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়। সেই মুহূর্তে পুলিসের সঙ্গে ধাক্কাধাক্কি লেগে যায়। জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে ওই ব্যক্তিদের বিরুদ্ধে।

fallbacks

 

fallbacks

এখনও পর্যন্ত পুলিসের হাতে এসেছে, গাঁজা, মদ, একাধিক মোবাইল। ডিজে সাউন্ড বক্স সহ একাধিক জিনিস বাজেয়াপ্ত করেছে পুলিস। গেস্ট লিস্ট খতিয়ে দেখা হচ্ছে। গতকাল রাতেই নাকি বেশ কয়েকদিন ধরেই এই পার্টি চলছিল তার জন্য জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিস। ধৃতদের আজই আদালতে তোলা হবে। 

Read More