Home> কলকাতা
Advertisement

ওঁর ওপর নজর রাখছি আমরা, বিজেপি নেতা আমুকে পাল্টা পার্থর

'পদ্মাবতী' বিতর্কে মুখ্যমন্ত্রীকে হুমকি দেওয়া বিজেপি নেতাকে পাল্টা বিঁধলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

ওঁর ওপর নজর রাখছি আমরা, বিজেপি নেতা আমুকে পাল্টা পার্থর

নিজস্ব প্রতিবেদন: 'পদ্মাবতী' বিতর্কে মমতা বন্দ্যোপাধ্যায়কে হুমকি দেওয়া বিজেপি নেতাকে পাল্টা দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তাঁর কথায়, ''এই ধরনের মন্তব্য অর্ধশিক্ষিতরাই করতে পারে। নইলে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কেউ এমনটা বলতে পারে। ক্ষমা চান। ওঁর ওপর নজর রাখছি আমরা। বাংলার মানুষ এর জবাব দেবে।'' তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও'ব্রায়েনের টুইট, ''এতটা নীচে নামতে পারে...''  

 

রাজপুত করণি সেনার বিক্ষোভে জেরে 'পদ্মাবতী'র মুক্তি ঘিরে জট তৈরি হয়েছে। তবে ছবির পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার 'পদ্মাবতী'র পরিচালক ও কলাকুশলীদের এরাজ্যে স্বাগত জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর অভয়বাণী, ''অন্য রাজ্যে 'পদ্মাবতী' মুক্তি না পেলেও ছবি দেখানোর জন্য সমস্ত ব্যবস্থা করতে তৈরি পশ্চিমবঙ্গ। এটা করতে পারলে বাংলা গর্বিত ও খুশি হবে।''

আরও পড়ুন- 'সুর্পণখার মতো হাল হবে মমতার', মুখ্যমন্ত্রীর নাক কাটার হুমকি বিজেপি নেতার

পদ্মাবতীর পাশে দাঁড়ানোয় পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রীকে হুমকি দেন হরিয়ানার বিজেপি নেতা সুরজ পাল আমু। তিনি বলেন, ''শয়তানের মতো আচরণ করলে কোনও মহিলার পরিণতি সুর্পণখার মতো হবে। এটা মনে রাখা উচিত মমতার।'' 

 

 

Read More