Home> কলকাতা
Advertisement

মদ্যপদের দখলে রাতের 'মা'

ফের বিতর্কে পরমা। পরমার শরীর জুড়ে ছড়িয়ে আছে মদের বোতল। কার্যত মদ্যপদের দখলে রাতের পরমা। অভিযোগ অন্ধকার নামলেই শহরের দীর্ঘতম উড়ালপুল চলে যায় মদ্যপদের দখলে। রাতভর হাই পিকআপে ছুটছে বাইক। ছুটছে না বলে উড়ছে বলাই ভাল। গোটা রাত দাপিয়ে বেরায় বাইকার্সরা। উড়াপুলেই বসছে মদের আসর। এরসঙ্গে বাড়ছে দুর্ঘটনা। উড়ালপুর চালুর পর থেকে এপর্যন্ত চারটি দূর্ঘটনা ঘটেছে। পুলিসি টহলদারি থাকলেও বাইকার্সদের গতিতে লাগাম পড়ানো যাচ্ছে না। পরিস্থিতি ভাবাচ্ছে পুলিসের বড় কর্তাদের। নেশায় গতি যত বাড়বে, আশঙ্কা থাকছে উড়ালপুলে অপরাধের সংখ্যা বাড়ার।

মদ্যপদের দখলে রাতের 'মা'

ওয়েব ডেস্ক: ফের বিতর্কে পরমা। পরমার শরীর জুড়ে ছড়িয়ে আছে মদের বোতল। কার্যত মদ্যপদের দখলে রাতের পরমা। অভিযোগ অন্ধকার নামলেই শহরের দীর্ঘতম উড়ালপুল চলে যায় মদ্যপদের দখলে। রাতভর হাই পিকআপে ছুটছে বাইক। ছুটছে না বলে উড়ছে বলাই ভাল। গোটা রাত দাপিয়ে বেরায় বাইকার্সরা। উড়াপুলেই বসছে মদের আসর। এরসঙ্গে বাড়ছে দুর্ঘটনা। উড়ালপুর চালুর পর থেকে এপর্যন্ত চারটি দূর্ঘটনা ঘটেছে। পুলিসি টহলদারি থাকলেও বাইকার্সদের গতিতে লাগাম পড়ানো যাচ্ছে না। পরিস্থিতি ভাবাচ্ছে পুলিসের বড় কর্তাদের। নেশায় গতি যত বাড়বে, আশঙ্কা থাকছে উড়ালপুলে অপরাধের সংখ্যা বাড়ার।

 

Read More