Home> কলকাতা
Advertisement

মেট্রোর দরজায় হাত আটকে মৃত্যু কসবার বাসিন্দা সজল কাঞ্জিলালের, দায় কার?

মেট্রোর বিরুদ্ধে উঠছে গাফিলতির অভিযোগ। 

মেট্রোর দরজায় হাত আটকে মৃত্যু কসবার বাসিন্দা সজল কাঞ্জিলালের, দায় কার?

নিজস্ব প্রতিবেদন: পার্কস্ট্রিটে ট্রেন ছাড়বে ছাড়বে করছে, এমন সময় দৌঁড়ে গিয়ে উঠতে গেলেন সজল কাঞ্জিলাল। আটকে গেল হাত। সেই নিয়েই ছুটল ট্রেন। থামার পর লাইনে পড়ে রয়েছে সজলবাবুর দেহ। 

পার্কস্ট্রিট মেট্রোর দরজায় হাত আটকে মৃতের পরিচয় জানতে পেরেছে পুলিস। মৃত ব্যক্তির নাম সজল কাঞ্জিলাল। বয়স ৬৬ বছর। তাঁর বাড়ি কসবার বোসপুকুর রোডে। নন্দনে ম্যাগাজিন বিক্রি করতে এসেছিলেন বলে জানা গিয়েছে। 

স্টেশন থেকে তাঁর দেহ উদ্ধারের পর পাঠানো হয় এসএসকেএম হাসপাতালে। 

Read More