Home> কলকাতা
Advertisement

Partha Chatterjee: 'বুদ্ধবাবুও সাফারিং, আমিও সাফারিং!', জামিন চেয়ে কাতর পার্থ

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার তাঁকে আদালতে পেশ করলে জামিনের আবেদন করেন আইনজীবী। এরপই জামিন চেয়ে নিজেকে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তুলনা করেন তিনি। তাঁর দাবি, 'এক বছরে বেশি সময় ধরে সিবিআই আমার বিরুদ্ধ কিছু প্রডিউস করতে পারেনি।'

Partha Chatterjee: 'বুদ্ধবাবুও সাফারিং, আমিও সাফারিং!', জামিন চেয়ে কাতর পার্থ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একাধিকবার আদালতে জামিনের আবেদন করেছেন পার্থ চট্টোপাধ্য়ায়। কিন্তু প্রতিবারই নিরাশ হয়েছেন। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার তাঁকে আদালতে পেশ করলে জামিনের আবেদন করেন আইনজীবী। এরপই জামিন চেয়ে নিজেকে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তুলনা করেন তিনি। তাঁর দাবি, 'এক বছরে বেশি সময় ধরে সিবিআই আমার বিরুদ্ধ কিছু প্রডিউস করতে পারেনি।'

আরও পড়ুন,  SSC Scam: নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম জামিন! ছাড়া পেলেন মানিক ভট্টাচার্যের স্ত্রী

এদিন প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, 'সিবিআই অফিসারদের মুখোমুখি হয়েছি। ২৬ বছর ধরে জনগণের কাজ করছি। এসএসসি কি? নিয়োগে মন্ত্রী হিসেবে আমার কোনও ভূমিকা নেই। একজন পলিসি তৈরি করে। একটা অংশ নিয়োগের কাজ করে। এসএসসি চলে বোর্ডের মাধ্যমে, মন্ত্রীর কোনও রোল নেই। নিয়োগ দিতে পারে না। ক্যাবিনেট সেক্রেটারি রিপোর্ট টু প্রিন্সিপাল সেক্রেটারি। প্রিন্সিপাল সেক্রেটারি রিপোর্ট করে মুখ্যমন্ত্রীকে। আমি জানি না কারা চাকরি পেয়েছে।'

আদালতের কাছে পার্থর কাতর দাবি, 'সামনে পুজো আসছে। আমি প্রার্থনা করছি। পরিবার আছে। ২৫ বছরের বিধায়ক। আমি সাফার করছি। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবু উডল্যান্ডে ভর্তি। উনিও সাফারিং, আমিও সাফারিং। আমার দফতর বারবার পরিবর্তন হয়েছে। আমি ৫ টা দফতরে ছিলাম। ডেটা এন্ট্রি অপেরটার কি করেছে, তার দায় আমার নয়। যে কোনও মূল্যে আমায় জামিন দিন। আমি এর জন্য দায়ী নই।'

জামিন চাওয়ার পথে নিজেকে শুধু নির্দোষ দাবিই নয়, পার্থ চট্টোপাধ্যায়ের আদালতের কাছে দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে। যাঁরা ফাসিয়েছে তাদের তিনি সামনে নিয়ে আসতে চান, তার জন্যই জামিন মঞ্জুর করা হোক বলেও দাবি করেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। 

আরও পড়ুন, নিউইয়র্ক থেকে সেলফি বার্তার পরই ইডিকে ট্যুইট তোপ, ময়দানেই আছেন বোঝাচ্ছেন অভিষেক

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More